লকডাউন কি আবার হবে? মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কী বললেন মোদি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/04/2021   শেষ আপডেট: 08/04/2021 10:26 p.m.
-

করোনা সংক্রমণ রুখতেই হবে, তাই টিকা উৎসবের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী মোদী

দেশজুড়ে আবারো থাবা বসাতে শুরু করেছে করোনাভাইরাস। এই পরিস্থিতিতে প্রায় রোজ আক্রান্ত হচ্ছেন প্রায় এক লক্ষের বেশি মানুষ। একটা সময় ছিল যখন ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা একেবারে চরমে পৌঁছে গিয়েছিল। সেই সময়তে যত জন আক্রান্ত হতেন দৈনিক তার থেকেও বেশি আক্রান্ত হচ্ছেন এখন। তাই এবারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন সকল রাজ্যের কাছে। তিনি বার্তা দিলেন, এবার ১১ এবং ১৪ এপ্রিল পর্যন্ত টিকা উৎসব পালন করা হবে। এছাড়াও তিনি বৃহস্পতিবার দেশে বেড়ে চলা করণা সংক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রী দের সঙ্গে বৈঠকে বসেছেন।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, 'আমাদের কাছে করনা সংক্রান্ত পর্যাপ্ত তথ্য রয়েছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মৃত্যুর হার কমাতে হবে। কঠিন সময় আসছে। আমাদের সতর্কতায় ঢিলেমি করলে কিন্তু চলবে না। সম্পূর্ণ লকডাউন হচ্ছে না। তার পরিবর্তে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করুন। নাইট কারফিউ এর পরিবর্তে করোনা কারফিউ শব্দটি ব্যবহার করুন। রাত ৯ টা বা ১০ টা থেকে ভোর ৫টা কিংবা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা উচিত। সংক্রমণ রুখতে ট্রেসিং করতে হবে আমাদের। মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব এবং ছত্রিশগড়ের মত রাজ্যগুলিতে করোনাভাইরাস এর সর্বোচ্চ সংক্রমনের সংখ্যা দেখা গিয়েছে ইতিমধ্যে। প্রশাসনের মধ্যে কিছুটা ঢিলেমি আছে। এরকম করলে কিন্তু হবে না।" যদিও মহারাষ্ট্র সহ বেশ কিছু জায়গায় অভিযোগ উঠেছে, যত জন আক্রান্ত রয়েছেন সেরকম পরিমাণে কিন্তু করোনা টিকা নেই। তাই করোনাভাইরাস নিয়ে বিতর্ক কিন্তু অব্যাহত।