অতিরিক্ত যাত্রীবোঝাই পিক-আপ ভ্যান উল্টে নিহত ১০, আহত আরও ১৫
কোরাপুটের মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
আবার মধ্যরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। এবার উড়িষ্যার কোরাপুটে একটি যাত্রীবোঝাই পিক-আপ ভ্যান উল্টে মৃত্যু হল দশজনের। একইসাথে আহত হয়েছেন আরও পনেরো জন। মর্মান্তিক এই ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্থানীয় সূত্র মারফত জানা গেছে রবিবার মধ্যরাতে ছত্তিশগড়ের নাগরানা থেকে উড়িষ্যার কোরাপুটের দিকে আসছিল ওই যাত্রীবোঝাই ভ্যানটি। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় ও ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯জন যাত্রীর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে পরে আরও একজনের মৃত্যু হয়। পনেরো জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িটি সীমিত সংখ্যক যাত্রীর চেয়ে অতিরিক্ত বোঝাই করাতেই ঘটে বিপত্তি।
আহতদের দ্রুত কল্যানকামনা করেন প্রধানমন্ত্রী। চিকিৎসায় কোনো খামতি যেন না থাকে, দায়িত্ব নিয়ে দেখছে রাজ্য সরকার। ট্যুইট করেছেন রাষ্ট্রপতি ও অন্যান্য মন্ত্রীরাও।