ভোটের আগে ফের চমক কেন্দ্রের : পেট্রল-ডিজেলকে আনা হবে জিএসটির আওতায়
দাম কমাতে গেলে কেন্দ্রের সাথে রাজ্যগুলিকেও তাল মিলিয়ে কাজ করতে হবে : ধর্মেন্দ্র প্রধান
পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধিকে ইস্যু করে বিরোধীদের সহস্র বাণে বিদ্ধ হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই বিরোধীদের মুখবন্ধ করতে এবার সেটিকেই হাতিয়ার করল কেন্দ্র। এর আগেই কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোপণ্যকে জিএসটির আওতাভুক্ত করার ইঙ্গিত প্রকাশ করেন। এবার সেই জল্পনাই উস্কে দিয়ে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বার্তা দিলেন, পেট্রোপণ্যের এই ক্রমাগত দাম বৃদ্ধি উদ্বেগেরই কারণ। কিন্তু দাম কমাতে গেলে কেন্দ্রের সাথে রাজ্যকেও সমানতালে কাজ করতে হবে। এই পেট্রল ডিজেলকে জিএসটির আওতায় আনার কথা ইতিমধ্যেই জানিয়েছেন তিনি তবে তা অনেকটাই নির্ভর করছে জিএসটি কাউন্সিলের ওপর, মত ধর্মেন্দ্র প্রধানের।
ইতিমধ্যেই কংগ্রেস শাসিত রাজস্থান ও ছত্তিশগড়ে পেট্রোপণ্যের ওপর শুল্ক ছাড় দেয়া হয়েছে। আসামও সেস বাতিল করে দাম কমিয়েছে। বাংলাতেও সেস কমেছে ১টাকা। ২০১৭ তে জিএসটি চালু্র সময় রাজ্যগুলির অনুরোধেই পেট্রোপণ্যের ওপর লাগু হয়নি জিএসটি। এখন কেন্দ্রীয় সরকার লাগু করতে চাইলেও রাজ্য কি চায়, তার ওপরই নির্ভর করছে আদৌ দাম কমবে কিনা। স্বভাবতই বাংলা, পুদুচেরী, আসাম, তামিলনাড়ুতে ভোটের আগে আবার রাজ্যগুলির ওপরই ঘুরিয়ে দায় চাপালো কেন্দ্র।