সামাজিক দূরত্ব শিকেয় তুলে মাস্ক ছাড়াই পালিত হচ্ছে "গঙ্গা দশেরা", ফের বিতর্কে যোগীরাজ্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/06/2021   শেষ আপডেট: 20/06/2021 7:24 p.m.
গঙ্গা দশেরায় ঘাটে জনসমাগম twitter.com/KavalikReddy

উত্তরপ্রদেশ প্রশাসনের ভূমিকা দেখে সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে দেশজুড়ে করোনা সংক্রমনের (Corona) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও থেমে যায়নি সংক্রমনের গতিধারা। কিন্তু এই পরিস্থিতির মাঝেই আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) প্রশাসন। করোনার মাঝেই আজ অর্থাৎ রবিবার কোভিড বিধি ভঙ্গ করে যোগীর রাজ্যে একাধিক ঘাটে গঙ্গা দশেরা (Ganga Dussehra) উপলক্ষে গঙ্গা স্নানের দৃশ্য সামনে এসেছে। উত্তরপ্রদেশের হাপুরের ব্রজঘাট, বারানসি বিভিন্ন ঘাট এবং ফারুক্কাবাদের একাধিক জায়গায় করোনা বিধি-নিষেধ না মেনেই গঙ্গাস্নানে মেতে উঠেছিল পুণ্যার্থীরা। দেখা গিয়েছে পবিত্র গঙ্গাস্নান এসে সামাজিক দূরত্ববিধি কেউ মানছে না এবং কারোর মুখেই মাস্ক দেখা যায়নি। মাইক লাগিয়ে প্রশাসন কোভিড বিধি মেনে চলার কথা বললেও তার দিকে কোন পাত্তাই দেয়নি সাধারণ মানুষ। এই সমস্ত ছবি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর উত্তরাখণ্ডে কুম্ভ মেলায় কয়েক লক্ষ পুণ্যার্থীদের সমাগম নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। তারপরেই দিল্লি, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের মৃত্যুমিছিল শুরু হয়। কুম্ভ মেলা কে বহু আন্তর্জাতিক সংস্থা সুপার স্প্রেডার হিসাবে ঘোষণা করে। এই ধাক্কা খাওয়ার পরও শিক্ষা হয়নি সরকারের। যেখানে উত্তরপ্রদেশে বড়সড় কোন ধর্মীয় সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা আছে সেখানে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে হাজার হাজার ভক্তের সমাগমে পালিত হয়েছে গঙ্গা দশেরা। যারা গঙ্গাস্নানে এসেছেন তাদের মুখে মাস্ক অবধি ছিল না। এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নেটিজেনরা উত্তরপ্রদেশ সরকারের সমালোচনায় মুখর হয়েছে।