২০২২ বাজেটের জন্য ৩১ জানুয়ারি সর্বদল বৈঠক ডাকলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/01/2022   শেষ আপডেট: 26/01/2022 3:47 p.m.
By A.Savin (Wikimedia Commons · WikiPhotoSpace) - Own work, FAL, https://commons.wikimedia.org/w/index.php?curid=49129197

১ ফেব্রুয়ারি পেশ হবে বাজেট

আগামী ১ ফেব্রুয়ারি পেশ হবে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট (Budget)। তার আগে ৩১ জানুয়ারি সর্বদল বৈঠকের ডাক দিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী (Parliamentary Affairs Minister) প্রহ্লাদ যোশী। ৩১ জানুয়ারি ভার্চুয়ালি (virtual) সংঘটিত হবে সেই সর্বদল বৈঠক।

এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী চিঠিতে জানিয়েছেন, “সংসদের আসন্ন বাজেট অধিবেশনে (budget session) গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য লোকসভা (loksabha) এবং রাজ্যসভার (rajyasabha) সমস্ত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের আমন্ত্রন জানাচ্ছি। সংসদের দুই কক্ষের মসৃণ পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা কাম্য। আগামী ৩১ জানুয়ারি, দুপুর ৩টে থেকে ভার্চুয়ালি এই বৈঠক সংঘটিত হবে। ভার্চুয়াল বৈঠকের লিঙ্ক পরবর্তীতে সকলের মধ্যে বণ্টন করা হবে”।

উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশনের প্রথম ভাগ শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। সেটি চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ শুরু হবে আগামী ১৪ মার্চ এবং তা চলবে ৮ এপ্রিল পর্যন্ত।