রাতভর গুলির লড়াই কাশ্মীরে খতম চার জঙ্গি, আটক এক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/03/2022   শেষ আপডেট: 12/03/2022 9:53 a.m.
https://twitter.com/ghatakoperator

মৃত জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানের নাগরিকও আছে বলে জানিয়েছে পুলিশ

আরো একবার জঙ্গি দমনে সাফল্য এল কাশ্মীর পুলিশের (Kashmir police)। এবার কাশ্মীরের তিন জেলা পুলওয়ামা, গান্ডারওয়াল এবং হান্ডওয়ারায় রাতভর অভিযান চালিয়ে চার জঙ্গিকে নিকেশ করল তারা। সেই সাথে আটক করা হয়েছে একজনকে।

পুলিশ জানিয়েছে, সুরক্ষা বাহিনীর যুগ্ম দল রাতভর জুড়ে পাঁচটি আলাদা আলাদা অভিযান চালিয়ে তিনটি জেলায় মোট চারজন আতঙ্কবাদীকে খতম করেছে।

জানা গিয়েছে, মৃত জঙ্গিদের দুজন জইশ-ই-মোহাম্মদের (JeM) সদস্য। তাদের মধ্যে একজন পাকিস্তানী বলে খবর পাওয়া গিয়েছে। অপর দুই আতঙ্কবাদী লস্কর-ই-তৈবার (LeT) সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জানিয়েছেন কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার। কাশ্মীর পুলিশের তরফ থেকে টুইটে জানানো হয়েছে, গতকাল রাত্রে চার-পাঁচটি জায়গায় অভিযান চালান তাঁরা। অভিযানে জইশ-ই-মোহাম্মদের দুই আতঙ্কবাদীকে পুলওয়ামায় খতম করা হয়, যাদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক ছিল। এছাড়াও গান্ডারওয়াল এবং হান্ডওয়ারা থেকে একজন করে লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর আতঙ্কবাদীকে এনকাউন্টারে মারা হয়। পাশাপাশি একজনকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে। উল্লেখ্য গত মাসেও জঙ্গি দমনে বড়সড় সাফল্য পায় কাশ্মীর পুলিশ।