অবিলম্বে অক্সিজেন সাপ্লাই ঠিক করুন, মোদিকে কড়া চিঠি বিরোধী দলের নেতাদের
দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগী এবং চিকিৎসক মৃত্যুর পর থেকেই উঠেছে প্রশ্ন
রবিবার একটি যৌথ আবেদন পত্রের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে অক্সিজেন সাপ্লাই সঠিক রাখার দাবি জানালো বিরোধী দলের নেতাদের একটি দল। এই দলনেতাদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, মায়াবতী, অখিলেশ যাদব সহ আরো অনেকে। দিল্লির বাত্রা হাসপাতালে শনিবার অক্সিজেনের অভাবে ১ জন ডাক্তার সহ ১২ জনের মৃত্যুর ঘটনায় চাপে পড়েছে কেন্দ্রীয় সরকার। তার পাশাপাশি এই চিঠিতে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো হয়েছে যেন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয় সকলকে।
বর্তমানে করোনা ভাইরাস ভারতে দ্রুত হারে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে এই ধরনের একটি কড়া চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই চিঠিতে লেখা ছিল, "আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাচ্ছি যেন যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটি হাসপাতালে এবং হেলথ সেন্টারে অক্সিজেনের সাপ্লাই সঠিক করা হোক। তার পাশাপাশি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি রাখি যেন তারা যত তাড়াতাড়ি সম্ভব বিনামূল্যে সকলের ভ্যাক্সিনেশন প্রোগ্রাম শুরু করুক। বাজেট থেকে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ করে ভ্যাক্সিনেশন প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয়।"