ফের জঙ্গি হানা ভূস্বর্গে, শহিদ ১ জওয়ান ও আহত আরও ৩

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/01/2021   শেষ আপডেট: 27/01/2021 8:59 p.m.
-

আহত জওয়ানরা জম্বু কাশ্মীর সেনা হাসপাতালে ভর্তি আছে

ফের জঙ্গি হানার ঘটনা ঘটলো জম্বু ও কাশ্মীরে। জঙ্গী হানার ঘটনায় শহীদ হয়েছে এক জওয়ান। এছাড়াও ঘটনার জেরে আহত আরও তিন। তারা আপাতত শ্রীনগর সেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেনা বিবৃতি অনুযায়ী জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার সকাল ১০ টা ১৫ নাগাদ সেনা টইলদারির অপর গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। সাথে সাথেই ৪ জওয়ান মাটিতে লুটিয়ে পড়েন। তাদের দ্রুত সেনা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। এছাড়া বাকি তিন জনের এখনো হাসপাতালে চিকিৎসা চলছে। চিকিৎসাধীন জওয়ানের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

ঘটনার পরই সঙ্গে সঙ্গে যৌথ বাহিনী সেখানে তল্লাশি শুরু করেছে এবং পুরো এলাকাকে ঘিরে ফেলেছে। তারা কাজের সুবিধার জন্য এলাকার ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত এর আগে ২০২০ সালের শেষ দিনে জম্মু-কাশ্মীরে জোড়া জঙ্গি হামলা হয়েছিল। সেই ঘটনায় এক দোকানদার ও একজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। তবে পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে ২০১৯ সালের তুলনায় গত বছর ২০২০ তে ৬৩.৯৩ শতাংশ জঙ্গী হামলা কমে গিয়েছে।