বাতিল হচ্ছে পুরনো ১০ ও ১০০ টাকার নোট, নয়া সিদ্ধান্ত RBI এর
মার্চ ও এপ্রিল মাসের মধ্যে বাজার থেকে ১০ ও ১০০ টাকার নোট তুলে নেওয়া হবে
আরবিআই এর নয়া নির্দেশ অনুযায়ী এবার বাতিল হতে পারে পুরনো নোট। আজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বি মহেশ জানিয়েছেন, "আগামী মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পুরনো ১০ ও ১০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে।" এই পরিকল্পনা জেলা স্তরে সিকিউরিটি কমিটি এবং মুদ্রা পরিচালনা কমিটির সাথে বৈঠকের পর স্থির করা হয়েছে বলে জানা যাচ্ছে। আসলে বাজারে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ১০ টাকার কয়েন গ্রহণ করতে চায় না। তারা অজুহাত দেয় তাদের অঞ্চলে সেই কয়েনের কোন মূল্য নেই। বিশেষ করে শহরাঞ্চলের বাইরে এই ঘটনা বেশি ঘটে। এর ফলে আরবিআই এবং ব্যাঙ্কের অনেক সমস্যা হচ্ছে।
আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ১০ টাকার কয়েন যেকোনো জায়গায় গ্রহণযোগ্য। এরপর নতুন করে আরও ১০ টাকার কয়েন তৈরি করা হবে। তবে মানুষরা গুজব ছড়িয়ে কিছু সময় সমস্যা সৃষ্টি করে। প্রসঙ্গত, আরবিআই ২০১৯ সালে ল্যাভেন্ডার রঙের ১০০ টাকার নতুন নোট এনেছিল। এছাড়াও ২০১৬ সালে ২০০০ টাকার নতুন নোট বাজারে আসে। তবে বর্তমানে গ্রাহকদের সুবিধার্থে ২০০০ এর পরিবর্তে ৫০০ ও ১০০ টাকার নতুন নোট বেশি করে তৈরি হচ্ছে। এবার কেন্দ্রীয় সরকার নতুন নোট প্রচলনের জন্য পুরনো ১০ ও ১০০ টাকার নোট বাতিল করে সিদ্ধান্ত নিচ্ছে।