ভক্তরা দর্শন চান ভগবানের
এদিকে চারশোরও বেশি সেবায়েত করোনা আক্রান্ত পুরীর জগন্নাথ মন্দিরে
কোভিড–১৯ অতিমারির জেরে গত মার্চ মাস থেকে দরজা বন্ধ পুরীর জগন্নাথ মন্দিরের৷ ছ’মাস হয়ে গেল ভগবানের দর্শন মিলছে না৷ ভক্ত মানুষজন মন্দিরে প্রবেশ করতে চান৷ তাই ওড়িশা হাইকোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা৷ কিন্তু বরফ গলল না৷ আদালতের নোটিশের উত্তরে সে রাজ্যের সরকার জানিয়েছে, জনসাধারণকে এখনই মন্দির চত্বরে প্রবেশ করতে দেওয়া যাবে না৷
মানুষ স্বভাবতই হতাশ৷ কিন্তু কেন এই কঠোরতা ওড়িশা রাজ্য সরকারের? কারণ, জগন্নাথ মন্দিরের চারশোরও বেশি সেবায়েত ও কর্মী নিজেরাই করোনায় আক্রান্ত৷ এঁদের মধ্যে রয়েছেন ৩৫১ জন সেবায়েত ও ৫৩ জন আধিকারিক৷ মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ কোভিডে মারা গেছেন মন্দির নিয়ন্ত্রক কমিটির সদস্য প্রেমানন্দ দাসমহাপাত্র৷ এই অবস্থায় সংক্রমণ আরও ছড়িয়ে যেতে পারে এই আশঙ্কায় মন্দিরের দরজা জনসাধারণের জন্য খুলে দিতে রাজি নয় সরকার৷ যদিও মন্দিরে প্রতিদিনের পূজার্চনা নিয়মমাফিকই চালানো হচ্ছে৷ এমনিতেই জীবনের হাজারো সমস্যায় জর্জরিত মানুষ ভগবানের দুয়ারে দাঁড়িয়ে একটু শান্তির সন্ধান করে৷ তার ওপর দীর্ঘ সময় ধরে চলছে ভয়ঙ্কর করোনা অতিমারি৷ ভগবানের আশীর্বাদ পেতে আকুল হয়ে রয়েছেন মানুষ৷ কিন্তু সরকার নিরুপায়৷ ফলে ঘরে বসেই ভগবানের শরণ নেওয়া ছাড়া উপায় কোথায় ভক্তদের?