এখনই কোন লকডাউন নয়, করোনা ভাইরাসের বিধি মানতে হবে, সাফ ঘোষণা মোদির
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
করোনা পরিস্থিতি বর্তমানে লাগামছাড়া হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই পরিস্থিতিতে এবারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গে একসাথে চারটি জনসভা করতে আসবেন প্রধানমন্ত্রী মোদী। তার আগেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশ্যে তার বার্তা দিলেন। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাকিং, ট্রেসিং এবং আইসোলেশন এই তিনটি জিনিস মাথায় গেঁথে নিলে সংক্রমণ প্রতিরোধ হতে পারে। তার সঙ্গে অন্যতম প্রয়োজন করোনা ভাইরাসের টিকা করন। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদী পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বললেন, "আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকুন। আপনারা সকলে ভ্যাকসিন পাবেন।"
এদিনকার ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বললেন, "করোনার বিরুদ্ধে লড়াই করছে দেশ, এই লড়াই অত্যন্ত কঠিন। যারা নিজেদের নিজেদের লোককে হারিয়েছেন তাদের জন্য সমবেদনা জানাই। কিন্তু আমাদের ধৈর্য হারালে একেবারেই চলবে না। আমাদের প্রতিদিন চ্যালেঞ্জ নিতে হবে। আমরা সব থেকে সস্তা ভ্যাকসিন ভারতে তৈরি করব। আমরা সব থেকে বড় টিকাকরণ কর্মসূচি আয়োজন করতে চলেছি। গণ টিকাকরণ এ করোনা যোদ্ধা, এবং প্রবীণ নাগরিকদের মধ্যে টিকা করন করা সম্ভব হয়েছে। ১২ কোটি মানুষ টিকাকরণ করেছেন এবং আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি মানুষকে টিকাকরণ করানো হবে। এছাড়াও হাসপাতাল এবং খোলাবাজারে ভ্যাকসিন পাওয়া যাবে। হাসপাতাল ইতিমধ্যে বেডের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু লকডাউন এখনই হবে না। আপনাদের সমস্ত করোনা ভাইরাসের বিধি মেনে চলতে হবে। পরিযায়ী শ্রমিক যারা আছে সেখানেই থাকুন, সরকার এক্সিন দেবে একদম ঠিক সময়ে। যুবসমাজকে এগিয়ে আসতে হবে, তারা করোনা বিধি মানার জন্য নাগরিকদের সচেতন করতে পারেন। অকারনে বাইরে বেরোবেন না। মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরি করা হবে।