বাংলায় ৭৫ আসনে লড়তে চান নীতিশ কুমার
প্রার্থী দাঁড় করাতে ইচ্ছুক জনতা দল
বিহারের বিধানসভা নির্বাচনে জয়লাভ সত্বেও আশানুরূপ ফল করতে পারেনি নীতিশ কুমারের জেডি(ইউ), তাই এবার বাংলার বিধানসভা নির্বাচনে ৭৫ কিম্বা তারও বেশী আসনে প্রার্থী দাঁড় করাতে চান তাঁরা। সংগঠনের রাজ্য নেতৃত্বের সাথে এ বিষয়ে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব।
জনতা দলের জাতীয় সম্পাদক গুলাম রসুল বৃহস্পতিবার জানান শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেলে বাংলায় ৭৫ এর বেশী আসনে লড়বেন তাঁরা। তিনি আরও বলেন অতীতেও তাঁরা এখানে প্রার্থী দিয়েছেন এবং মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়ার মতো জেলায় জেডি(ইউ) এর সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এসব অঞ্চলে বসবাসকারী বিহারী জনতা যে নীতিশ কুমারের ওপর আস্থা রেখে জনতা দলকেই বেছে নেবেন, সে নিয়েও আশাবাদী রসুল। প্রসঙ্গত উল্লেখ্য, বিহারে বিজেপির সহায়তায় নীতিশ কুমার জয়ী হলেও এককভাবে গুজরাট ও কর্ণাটকে ভালোই ফল করেছে জেডি(ইউ)। এছাড়াও অরুণাচল, ঝাড়খন্ড ও দিল্লিতেও খারাপ ফল করেনি নীতিশের দল।