বিনামূল্যে টীকাকরণ এবার বিহারেও
নীতিশ কুমারের প্রতিশ্রুতি রক্ষা
তামিলনাড়ু, অসম, মধ্যপ্রদেশ আগেই ঘোষণা করেছিল বিনামূল্যে ভ্যাকসিন বিতরণের কথা। দুদিন আগে কেরলের মূখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কেরলবাসীকে একইভাবে আশ্বস্ত করেন। এবার একই পথে হাঁটল বিহার।
আরও পড়ুন
আশার আলো জাগিয়ে বিধানসভা নির্বাচনের আগেই নীতিশ কুমার প্রতিশ্রুতি দেন এনডিএ জোট ক্ষমতায় এলে নিরখরচায় করোনা টিকা দেবেন তাঁরা, এবার সেটিই বাস্তবায়নের লক্ষ্যে বিহার সরকার। বিহারের উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ জানান রাজ্যের সবচেয়ে বড় শক্তি অর্থাৎ মানবসম্পদকে করোনা থেকে সুরক্ষা দেওয়া তাদের এখন সবচেয়ে বড় কর্তব্য। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী বাকি রাজ্যগুলিকে বিহারকে দেখে শেখার কথাও বলেন। মানুষের অর্থনৈতিক অবস্থার কথা ভেবেই এমন সিদ্ধান্ত বলে সূত্রের দাবি। যদিও বিরোধীরা এই পদক্ষেপকেও বিজেপির রাজনৈতিক স্বার্থ ছাড়া কিছুই মানতে রাজি নন।