হ্যান্ডলুম ও খাদি শিল্পের জন্য সাহায্য করতে রাজি মোদি, ঘোষণা নির্মলা সীতারামনের
জাতীয় হ্যান্ডলুম দিবসে পোন্ডুরু গ্রামে গিয়েছিলেন নির্মলা সীতারামন
কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Union Finance Minister) নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) সম্প্রতি ঘোষণা করেছে যে মোদি সরকার খাদি এবং হ্যান্ডলুম প্রোডাক্ট তৈরি এবং বিক্রি করার জন্য সাহায্য করবে। আজ অর্থাৎ শনিবার তিনি ঘোষণা করেছেন যে খাদিশিল্পের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, সরকার শ্রীকাকুলাম জেলার পোন্ডুরু (Ponduru) গ্রামে মেগা হ্যান্ডলুম ক্লাস্টার (Handloom Cluster) তৈরি করবে। নির্মলা সীতারামন জানিয়েছেন, "হ্যান্ডলুম ব্যবসা শেষ কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যেখানে ২০১৪-১৫ সালে ৯০০০ কোটি টাকা এই ব্যবসা থেকে আসত, সেই জায়গায় চলতি ২০২০-২১ অর্থবর্ষে হ্যান্ডলুম ব্যাবসা থেকে ১৮০০০ কোটি টাকা আয় হয়েছে যা আগের দ্বিগুণ।" ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী NABARD ও লিড ব্যাংক আধিকারিকদের সাথে কথা বলে নিয়েছেন যাতে তারা সর্বোচ্চসংখ্যক খাদি শিল্পীদের লোন দেয়।
জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্ধপ্রদেশের পোন্ডুরু গ্রামে উপস্থিত ছিলেন এবং সেখান থেকেই তিনি হ্যান্ডলুম ক্লাস্টার তৈরীর কথা ঘোষণা করেন। ওই দিন উপলক্ষে তিনি মহাত্মা গান্ধী মূর্তিতে মাল্যদান। আসলে ১৯৪২ সালে গান্ধীজী প্রথম অন্ধপ্রদেশের পোন্ডুরু গ্রামে খাদিবস্ত্র উৎপন্ন শুরু করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মনা কৃষ্ণদাস কেন্দ্র সরকারের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি তৈরির আগ্রহকে স্বাগত জানিয়েছেন।