বাতানুকূল পিপিই কিট বানিয়ে সকলকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে এই কলেজছাত্র
দেখুন কিভাবে কাজ করবে এটি
করোনা ভাইরাসের আক্রমণের কারণে একেবারে দুর্বিষহ অবস্থা গোটা দেশের। ডাক্তারদের সারাক্ষণ রোগীদের চিকিৎসা করতে হচ্ছে। কিন্তু তারা সাধারণভাবে চিকিৎসা করতে পারছেন না, তাদের সব সময় পরে থাকতে হচ্ছে পিপিই কিট। বায়ু চলাচল করার পথ না থাকায়, এই কিট অত্যন্ত কষ্টদায়ক ডাক্তারদের পক্ষে। সারা শরীর ঢাকা থাকার কারণে প্রচন্ড ঘাম হতে থাকে। কিছুদিন আগে একজন ডাক্তারের ঘর্মাক্ত দেহের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। এইসব দেখে এবারে মুম্বাইয়ের একজন কলেজছাত্র বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন ডাক্তারদের সুবিধার্থে।
নিজের উদ্যোগে তিনি তৈরি করেছেন একটি বাতানুকূল পিপিই কিট। এই কিট এর বিশেষত্ব, পরে থাকা অবস্থাতেও এই কিটের মধ্যে দিয়ে শরীরে বায়ু চলাচল করতে পারে। পাশাপাশি শরীর ঠান্ডা রাখতে পারে এই কিট। মুম্বাইয়ের কে জে সুমাইয়া ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র নিহাল সিং এই বিশেষ ধরনের পিপিই কিট তৈরি করে সকলের একেবারে চক্ষু চড়কগাছ করে দিয়েছেন। এই ডিভাইসে রয়েছে একটি ব্যাটারি এবং একটি ফ্যান। এই ব্যাটারি যদি আপনি একবার চার্জ দেন তাহলে একসাথে টানা ৪ ঘন্টা পর্যন্ত শরীরকে ঠাণ্ডা রাখতে পারে। তার পাশাপাশি, বাইরের দূষিত বায়ু একেবারে পরিশ্রুত হয়ে এই পিপিই কিট এর মধ্যে প্রবেশ করে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সকলেই এই কিট ব্যবহার করলে উপকৃত হবেন বলে জানাচ্ছেন এই বিজ্ঞানী।