নাগাল্যান্ডে মেয়াদ বাড়ানো হল আফস্পার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/12/2020   শেষ আপডেট: 31/12/2020 4 p.m.
-

উপদ্রুত এলাকা হিসেবে ঘোষণা কেন্দ্রের

বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির সরকারবিরোধী কার্যকলাপে বহু বছর ধরেই অশান্ত নাগাল্যান্ড৷ জারি রয়েছে ‘আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট’ বা আফস্পা৷ বুধবার আরও ছ’মাস মেয়াদ বাড়ানো হল এই আইনের৷

এদিন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের সাহায্য দরকার৷ সেই সাহায্য দিতেই মেয়াদ বাড়ানো হল আফস্পার৷ রাজ্যটিকে উপদ্রুত এলাকা হিসাবে ঘোষণাও করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷

নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির দাবি, রাজ্যের জন্য আলাদা সংবিধান ও পতাকা তৈরি করতে হবে৷ ভারত রাষ্ট্র থেকে বেরিয়ে গিয়ে আলাদা রাষ্ট্র গড়তে চায় এই সংগঠনগুলি৷ তাতে রাজি না হলেও গত ২০১৫ সালে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে এমনই এক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড–এর সঙ্গে শান্তিচুক্তি করে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু তার পরেও আফস্পা তুলে নেওয়া হয়নি নাগাল্যান্ড থেকে৷ এই অবস্থায় রাজ্যটি অশান্তই থেকে যায়৷ এবার পরিস্থিতি সামাল দিতে ‘উপদ্রুত’ নাগাল্যান্ডে আফস্পার মেয়াদ বাড়ালো সরকার৷