ভারতে তিন মাস কাটিয়ে গিয়েছিল ক্রাইস্টচার্চ মসজিদে হামলাকারী সন্ত্রাসবাদী
রিপোর্টে প্রকাশিত চাঞ্চল্যকর তথ্য
২০১৯–এর ১৫ মার্চ৷ ভয়াবহ এক গণহত্যাকাণ্ডে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড৷ সেখানে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে একটি ভয়ানক সন্ত্রাসবাদী হামলা প্রাণ কেড়ে নিয়েছিল ৫১ জনের, যাঁদের মধ্যে ছিলেন ৫ ভারতীয়ও৷ গতকাল প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে, ওই হামলার প্রধান আততায়ী অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারান্ট নিউজিল্যান্ডে যাওয়ার আগে নানা দেশে ঘুরে বেড়িয়েছিল৷ সেই সময় সে দীর্ঘ তিন মাস কাটিয়ে গিয়েছে ভারতেও।
গত বছরের সেই ভয়ঙ্কর দিনটিতে নিউজিল্যান্ডের আল নূর মসজিদে ঢুকে আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেছিল ট্যারান্ট৷ শুক্রবারের নমাজের জন্য মসজিদ দুটিতে সেদিন ছিল ধর্মপ্রাণ মুসলিমদের ব্যাপক ভিড়৷ আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্যারান্টকে৷
গতকাল রয়্যাল কমিশন প্রকাশ করেছে এ সংক্রান্ত ৭৯২ পাতার একটি রিপোর্ট৷ সেখানে বলা হয়েছে, ২০১২ সালে জিমে ট্রেনারের কাজ ছেড়ে দেওয়ার পর ট্যারান্ট তার বাবার কাছ থেকে পাওয়া টাকায় দেশ–বিদেশ ঘুরে বেড়াতে শুরু করে৷ এর মধ্যে সবচেয়ে বেশি সময় সে থেকেছে ভারতে৷ ২০১৫–র ২১ নভেম্বর থেকে ২০১৬–র ১৮ ফেব্রুয়ারি– এই প্রায় তিনমাস সময় সে এদেশে ছিল৷ কিন্তু এই সময়টাতে সে কী করেছে, এখানকার কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ হয়েছিল কি না– এ বিষয়ে রিপোর্টে কিছু বলা হয়নি৷ তবে জানা গেছে, ইউ টিউবে সে উগ্র দক্ষিণপন্থী চ্যানেলগুলি নিয়মিত দেখত৷ খ্রিস্টধর্ম ও ইসলাম ধর্মের সংগ্রামের ইতিহাস ও দক্ষিণপন্থী রাজনৈতিক তত্ত্ব নিয়েও পড়াশোনা করত সে৷