মাস্ক ছাড়া ট্রেন বা স্টেশনে ধরা পড়লেই জরিমানা দিতে হবে ৫০০ টাকা, নয়া বিধি ভারতীয় রেলের

news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/04/2021   শেষ আপডেট: 17/04/2021 7:47 p.m.
 train india

স্টেশনে এবার থেকে মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভসের দোকান থাকবে

করোনা ভাইরাস প্যানডেমিকের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতের বুকে। প্রতিদিন করোনা সংক্রমণ পরিসংখ্যান লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই গতকালের দৈনিক সংক্রমণ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। শুধুমাত্র গতকাল ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। এমনকি গোটা দেশজুড়ে গতকাল মৃত্যু হয়েছে ১৩৪১ জনের। করোনার এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগে ফেলেছে গোটা দেশবাসীকে। করোনা প্রতিরোধ করার জন্য ইতিমধ্যেই মহারাষ্ট্রে লকডাউন ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্র ছাড়াও অন্যান্য রাজ্যে করোনা বিধি মানা সম্বন্ধে বেশ কড়া হচ্ছে প্রশাসন। সকলকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

এরইমধ্যে ভারতীয় রেল করোনা সংক্রমণ আটকানোর জন্য নয়া উদ্যোগ নিয়েছে। তারা জানিয়ে দিয়েছে যে এরপর থেকে আগামী ৬ মাস পর্যন্ত ট্রেনে মাস্ক ছাড়া উঠলে জরিমানা করা হবে। এমনকি স্টেশন চত্বরে মাস্ক ছাড়া ঘুরলে জরিমানা হবে। ট্রেন বা স্টেশনে মাস্ক ছাড়া থাকলেই ৫০০ টাকা জরিমানা হতে পারে। এছাড়া কোথাও থুথু ফেললে বড় জরিমানার মুখে পড়তে হবে। এছাড়াও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্টেশনে এবার থেকে মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভসের দোকান থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে তারা দৈনিক ১৪০২ টি বিশেষ ট্রেন চালাচ্ছে। এছাড়াও আরো ২৮ টি বিশেষ ট্রেন চালানো হবে। মধ্য রেলের উপর চাপ কমানোর জন্য এপ্রিল-মে মাসে অতিরিক্ত ট্রেন চলবে।

 covid protocol by indian railways
-twitter@ministryofrailways