ভারতে ঢুকেছে ব্রিটেনে তৈরি করোনার নতুন প্রজাতি, আশঙ্কা বিজ্ঞানীদের — অক্সফোর্ডের টিকাও ভারতে আসার সম্ভাবনা
এই প্রজাতি সাধারণ কোভিডের থেকে ৭০% দ্রুত ছড়িয়ে পড়ে বলে আশঙ্কা
একদিকে কানাঘুষো শোনা যাচ্ছে লন্ডনের আগেই নাকি ভারতে ট্রায়াল হবে অক্সফোর্ডে তৈরি করোনা ভ্যাকসিনের। অন্যদিকে বিশেষজ্ঞ বিজ্ঞানীরা আশঙ্কা জানালেন ব্রিটেনে দেখা দেওয়া করোনার নতুন প্রজাতি VUI–202012/01 নাকি ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে। ফলে প্রথম খবরে আনন্দিত হওয়া নাকি দ্বিতীয় খবরে চাপ নেওয়া— ভারতীয়রা এইমুহুর্তে একটা নাজেহাল অবস্থায়।
করোনার এই সংস্করণ সাধারণ করোনার থেকে ৭০% দ্রুত ছড়িয়ে পড়ে বলে আশঙ্কা জানিয়েছেন গবেষকরা। এই প্রজাতিতে আটকাতে ইতিমধ্যেই ব্রিটেন থেকে আগত যাবতীয় ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কিন্তু তার আগেই এটি ভারতে ঢুকে পড়েছে বলে অনুমান।
অন্যদিকে অক্সফোর্ডে তৈরি কোভিশিল্ড টিকা আগামী ২৮-২৯ তারিখ নাগাদ লণ্ডনে ছাড়পত্র পেতে পারে। কিন্তু তার আগেই চলতি সপ্তাহেই ভারতে এই টিকা কেনার সবুজ সংকেত পাওয়া যেতে পারে সরকারি তরফে।