অনন্য সম্মান, এবার নীরজ চোপড়ার নামে হবে পুণের সেনা স্টেডিয়াম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/08/2021   শেষ আপডেট: 21/08/2021 1:34 p.m.
twitter.com/desi_thug1

সোমবার রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান তুলে দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) জয়ের পর থেকেই দেশের হার্টথ্রব এখন নীরজ চোপড়া (Neeraj Chopra)। জুটেছে বিভিন্ন আর্থিক সাহায্যের পাশাপাশি নানা সম্বর্ধনা। এবার নীরজের নামেই হতে চলেছে আস্ত একটি স্টেডিয়ামের নামকরণ। পুনের সেনা স্টেডিয়ামের নামকরণ হতে চলেছে এই জ্যাভলিন থ্রোয়ারের নামে। সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই শিরোপা পেতে চলেছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh)।

নীরজ চোপড়ার সাফল্যে কেবল ভারতীয়দের গর্ব নয়, গর্বিত হয়েছে ভারতীয় সেনা। কারণ নীরজ চোপড়া ভারতীয় সেনার রাইফেলস সুবেদার পদে বিরাজমান। যে কারণে নীরজ চোপড়াকে নিয়ে ভারতীয় সেনার গর্বের শেষ নেই। সেই ধারাকে বজায় রাখতে ভারতীয় সেনার একটি স্টেডিয়াম নীরজ চোপড়ার নামে হতে চলেছে। সোমবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান পেতে চলেছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।

সূত্রের খবর, পুনের ভারতীয় সেনার সার্দান কমান্ডের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের অ্যাথলেটিক্স স্টেডিয়ামটি নীরজ চোপড়ার নামে নামাঙ্কিত হতে চলেছে বলে খবর। স্টেডিয়ামটি ২০০৬ সালে তৈরি হয়েছিল। স্টেডিয়ামটিতে সিন্থেটিক ট্রাকের পাশাপাশি আছে দর্শকদের বসার আসন। বর্তমানে স্টেডিয়ামটির আরও আধুনিকীকরণ করা হয়েছে। সোমবারের এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পাশাপাশি উপস্থিত থাকবেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল এমএম নারাভানে, সার্দান আর্মি কামান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেএস নাইন প্রমুখ। এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে নীরজের নামেই নামাঙ্কিত হতে চলেছে এই স্টেডিয়াম।