৫ জানুয়ারি পাঞ্জাবে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/01/2022   শেষ আপডেট: 03/01/2022 6:26 p.m.
- twitter

আগামীকাল একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে মনিপুর এবং ত্রিপুরা সফরে যাবেন নরেন্দ্র মোদী

আসন্ন পাঞ্জাব (Punjab) নির্বাচন। তার আগেই সে রাজ্যে মাস্টারস্ট্রোক কেন্দ্র সরকারের। আগামী ৫ তারিখ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করতে পাঞ্জাবে যাবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) তরফে জানানো হল সেকথা।

জানা গিয়েছে, আগামী ৫ জানুয়ারি পাঞ্জাবের ফিরোজপুরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য খরচ হবে ৪২,৭৫০ কোটি টাকারও বেশি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, প্রকল্পগুলির মধ্যে রয়েছে দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ে, ফিরোজপুরে পিজিআই স্যাটেলাইট সেন্টার (PGI satellite centre) এবং কাপুরথালা ও হোশিয়ারপুরে দুটি নতুন মেডিক্যাল কলেজ।

উল্লেখ্য, আগামীকাল একগুচ্ছ প্রকল্পের সূচনা করতে মনিপুর (Manipur) এবং ত্রিপুরায় (Tripura) যাবেন প্রধানমন্ত্রী মোদী। মনিপুরের রাজধানী ইম্ফলে ২২ টি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন তিনি। যার জন্য খরচ হবে মোট ৪,৮০০ কোটি টাকা। পাশাপাশি ত্রিপুরার রাজধানী আগরতলাতে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নবনির্মিত ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিংয়েরও উদ্বোধন করবেন তিনি।