জম্মু-কাশ্মীরের নেতৃবৃন্দের সাথে আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী
কোন কোন বিষয়ে আলোচনা হতে চলেছে, দেখুন
ফের একবার জম্মু-কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, বৃহস্পতিবার, এই বৈঠকের ওপর নজর থাকবে গোটা দেশের। দু'বছর আগে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর এটাই তাদের সাথে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক। আজ বিকেল ৩টে নাগাদ দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করবেন ফারুক আবদুল্লা, মেহেবুবা মুফ্তিরা। ঠিক কোন কোন বিষয়ে নিয়ে আলোচনা হতে চলেছে, তা নিয়ে জোর গুঞ্জন রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, আজ জম্মু-কাশ্মীরের আটটি রাজনৈতিক দলের মোট চোদ্দ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন এই বৈঠকে। থাকবেন গুপকার জোটের নেতারা অর্থাৎ ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, পিডিপির মেহবুবা মুফতি, কংগ্রেসের গুলাম নবি আজা প্রমুখ। গুপকার জোটের মুখপাত্র ইউসুফ তারিগামি আগে কেন্দ্রের প্রস্তাব শোনাতেই বেশি আগ্রহী। পরে নিজেদের বক্তব্য পেশ করবেন। জম্মু-কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা থেকে সরিয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখ- দুটি কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়। এই নিয়ে এখনো পক্ষ-বিপক্ষ মতামত পোষণ করেন অনেকেই। তাই এই বৈঠকে এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে মনে করা হচ্ছে। ৩৭০ ধারা পুণরায় ফিরিয়ে আনার পক্ষে কংগ্রেস নেতারা সওয়াল করতে পারেন বলেও আন্দাজ করা হচ্ছে। কিম্বা দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হবে কিনা, সে বিষয়েও কথোপকথন হতে পারে। সুতরাং বলাই যায়, উপত্যকার স্পর্শকাতর বিষয়ের সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের এই বৈঠক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে।