করোনার দ্বিতীয় ওয়েভ থেকে বাঁচতে "টিকা উৎসব" হবে দেশজুড়ে, জানাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল দেশজুড়ে "টিকা উৎসব" হবে
চলতি বছরের শুরুতে করোনা পরিস্থিতি অনেকটা নাগালের মধ্যে এলেও সম্প্রতি মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এপ্রিল মাসের শুরুর সপ্তাহে দৈনিক সংক্রমণ ১ লাখ ছড়িয়েছে দেশজুড়ে। এইজন্য কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেকটি জেলার মুখ্যমন্ত্রীর সাথে একটি ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন এবং করোনা পরিস্থিতি কি করে সামলানো যায় তার পর্যালোচনা করেছিলেন। এরপর আজ অর্থাৎ ১১ এপ্রিল নরেন্দ্র মোদি জানিয়েছেন যে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ থেকে রক্ষা পেতে দেশজুড়ে ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল অব্দি উৎসব চলবে। তিনি এই কয়েকদিনে দ্রুত সবাইকে ভ্যাকসিন নেওয়ার উপদেশ দিয়েছেন এবং জানিয়েছেন যে এই কয়েকদিনে ভারতে সর্বোচ্চ ভ্যাকসিনেশন যত হওয়া সম্ভব ততই করতে হবে।
এছাড়াও তিনি এদিন বলেছেন এখন সবাইকে নিজেদের দায়িত্বে মাস্ক ব্যবহার করতে হবে। এখন এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে সবার সাহায্য করতে হবে। নিজেকে ভ্যাকসিন নিতে হবে এবং অন্য একজনকে ভ্যাকসিন নেওয়ার কথা বলতে হবে। কারুর করোনা হলে নিজের নিরাপত্তা বজায় রেখে তাকে যতটা সম্ভব সাহায্য করতে হবে। এছাড়াও মাইক্রো কন্তেন্ত্মেন্ট জোন তৈরি করে ভারতের মতো জনবহুল জায়গায় করোনা সংক্রমণ ঠেকাতে হবে।