Mann Ki Baat: ৪ রাজ্যে বিজেপির অভাবনীয় সাফল্যের পর এই প্রথম 'মন কি বাত' অনুষ্ঠানে মোদী-বার্তা
উঠে এল ভারতীয় অর্থনীতির কথা, শোনালেন শরীর-স্বাস্থ্য মজবুত রাখতে যোগ-ব্যায়ামের কথা
নিজের ৮৭ তম 'মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশের বিভিন্ন বিষয়ের ক্রম উন্নতির খতিয়ান তুলে ধরলেন দেশবাসীর কাছে। পাশাপাশি শরীর ও স্বাস্থ্য ভালো রাখতে যোগ-ব্যায়ামের বিকল্প কিছু নেই, সে কথাই তুলে ধরলেন।
প্রধানমন্ত্রীর এদিনের 'মন কি বাত' অনুষ্ঠানে দেশের মানুষের উল্লেখ্যযোগ্য কৃতিত্বকে অভিনন্দন জানান। ভারত গোটা বিশ্বেই নিজের পরিচয় প্রমাণ করে চলেছে। গত কয়েক বছরে গোটা বিশ্বে যেভাবে নিজের বাজার ছড়িয়ে ফেলেছে, তাতে আগামী দিনে ভারতের অর্থনীতির একটা বড় অংশ পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। ছোট ক্ষেত্রগুলিতে যেভাবে ভারত এগিয়ে চলেছে, তা অত্যন্ত গর্বের। একটা সময় ছিল যখন দেশে বিদেশি বিনিয়োগ ছিল ১০০ বিলিয়ন। গত কয়েক বছরে সেই বিনিয়োগের পরিমাণ ৪০০ বিলিয়ন ছাড়িয়েছে। এ ভারতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ঘটনা।
এদিনের প্রধানমন্ত্রীর ভাষণে এ বছরের পদ্মশ্রী প্রাপক বাবা শিবানন্দের প্রসঙ্গ উঠে এসেছে। ১২৬ বছর বয়সেও তিনি দিব্যি ফিট। রোজ শরীর চর্চা করেন। তাঁর আধার কার্ডের তথ্য অনুযায়ী জন্ম ৮ অগাস্ট, ১৮৯৬। সেই হিসেবে বর্তমান বয়স ১২৬ বছর। এত বছর বয়সেও তাঁর শরীর চর্চার কসরত দেখে অবাক নেটিজেনদের একাংশ। আবার অনেকেই বাবা শিবানন্দকে প্রশংসাও করেছেন একাংশ। প্রধানমন্ত্রী এদিনের ভাষণে সেই বাবা শিবানন্দের শারীরিক সুস্থতা নিয়ে কথা বলেছেন।
গত কয়েক বছরে আয়ুর্বেদ চর্চায় ভারত অনেকটাই এগিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে তথা বিদেশের বিভিন্ন দেশে ভারতের আয়ুর্বেদ চর্চার ক্ষেত্র ছড়িয়ে পড়েছে। ৬ বছর আগে ভারতে আয়ুর্বেদ চর্চার ক্ষেত্র সীমাবদ্ধ ছিল ২২ হাজার কোটি টাকায়। বর্তমানে এই ক্ষেত্রটি ১.৪০ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ধীরে ধীরে এই চিকিৎসা বিজ্ঞানের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে।
ভারতের মতো বড় দেশে কত ভাষা, কত ধর্ম। খাদ্যাভ্যাসের ধরণেও কত রকমফের। এরপরও হাজার বছরের বেশি সময় ধরে ভারতের এই একসূত্রতা - এদেশের মহান ঐতিহ্যকে স্মরণ করায়। 'বৈচিত্র্যের মধ্যে ঐক্য' এদেশের প্রধান সত্য। সেই ধারা বজায় রেখেই চলেছে ভারত। আগামী দিনে ভারতের অবস্থান শীর্ষে পৌঁছাবে।