লাগামছাড়া করোনা সংক্রমণ দেশজুড়ে! জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/05/2021   শেষ আপডেট: 02/05/2021 2:28 p.m.
-

আজ অর্থাৎ রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন

করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় ঢেউতে রীতিমতো ধরাশায়ী গোটা ভারত। প্রত্যেকটি রাজ্যে কোভিড রোগীদের জন্য হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের ঘাটতিতে হাসপাতালে মৃত্যু হচ্ছে রোগীদের। সেই সাথে বিভিন্ন জায়গায় ওষুধ পাওয়া যাচ্ছে না। এক কথায় বলতে গেলে দৈনিক সংক্রমনের গগনচুম্বী গ্রাফ রীতিমতো ভেঙে দিয়েছে দেশীয় স্বাস্থ্যব্যবস্থাকে। এই পরিস্থিতিতে আজ অর্থাৎ রবিবার (Sunday) দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) করোনা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। আজকের বৈঠকে তারা অক্সিজেন, ওষুধের চাহিদা বা জোগান সম্বন্ধে পর্যালোচনা করেছে।

অন্যদিকে গতকাল থেকে দেশজুড়ে তৃতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হওয়ার কথা ছিল। এই তৃতীয় পর্যায়ে টিকাকরণে ১৮ বছরের উর্ধ্বে সবাই টিকা পাবে বলে ঘোষণা করা হয়েছিল। কিছু কিছু রাজ্যে টিকাকরণ শুরু হলেও অনেক রাজ্যে ভ্যাকসিনের অভাবে এই কাজ করা সম্ভব হয়নি। অন্যদিকে আবার বিধানসভা ভোট চলা রাজ্যগুলিতে বর্তমানে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এই সংক্রমনের ঊর্ধ্বমুখী হওয়ার জন্য মিটিং মিছিল এবং নির্বাচনী প্রচারকে দায়ী করেছে গোটা দেশবাসী। নরেন্দ্র মোদির খোদ ওইসব রাজ্যে গিয়ে ছোট বা বড় একাধিক প্রচার করেছেন। এমন ভয়াবহ করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এমন কার্যকলাপে নিন্দার ঝড় উঠেছে নেট দুনিয়াতে। এমনকি প্রধানমন্ত্রীকে ইস্তফা দেওয়ার দাবি জানিয়ে ডিজিটাল স্বাক্ষর নেওয়া শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।