Mann Ki Baat: 'মন কি বাত' অনুষ্ঠানে মোদীর হর ঘর তিরঙ্গা কর্মসূচির ডাক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/07/2022   শেষ আপডেট: 31/07/2022 12:21 p.m.
https://twitter.com/narendramodi

দেশের গৌরব বৃদ্ধি করেছে ক্রীড়াবিদদের অবদান, মন কি বাত অনুষ্ঠানে মোদী

নিজের ৯১ তম 'মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ডাক দিলেন হর ঘর তিরঙ্গা কর্মসূচির। চলতি কমনওয়েলথ গেমসে দেশের অভাবনীয় সাফল্যের খতিয়ান তুলে ধরলেন। পাশাপাশি দেশের বিভিন্ন বিষয়ের ক্রম উন্নতির খতিয়ান তুলে ধরলেন দেশবাসীর কাছে।

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "আজাদির অমৃত মহোৎসবের দিনে আগামী ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্ট আমরা হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করব। আপনারাও সকলে এই কর্মসূচির অংশ হন। নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করুন।" এদিনের মন কি বাত অনুষ্ঠানে শহিদ উধম সিংজীকে শ্রদ্ধা অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনা কালে দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের আয়ুষ মন্ত্রক যেভাবে কাজ করছে তাতে গোটা বিশ্বের কাছে প্রশংসা কুড়িয়েছে। স্বাধীনতার অমৃত মহোৎসবের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় রেল পরিষেবা। সেই দিকটিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশে মধু উৎপাদন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমসে দেশের তরুণ তুর্কীদের অবদান দেশকে গর্বিত করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসাবে, ১৩ থেকে ১৫ অগাস্ট জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে বাড়ির উপরে তেরঙ্গা উড়ানো হবে। সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানগুলিতেও উড়বে তেরঙ্গা জাতীয় পতাকা। এক বিবৃতিতে আরও বলা হয়েছিল, ভারত জুড়ে ১০০ কোটিরও বেশি মানুষ কেন্দ্রীয় সরকারের হর ঘর তিরাঙ্গা প্রচারাভিযানে অংশ নেবেন। ভারত মাতার সেবায় নিজেদের উৎসর্গ করতে, দেশপ্রেমের নতুন বোধ জাগিয়ে তুলতে ব্যাপকভাবে এই প্রোগ্রাম চলবে।