প্রধানমন্ত্রী নেতাজি জন্মবার্ষিকী উদযাপনে গঠন করলেন কমিটি, তাতে আছেন মমতা, সৌরভ, মিঠুন কাজল প্রমুখরা
চলতি বছরে সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য মোদি একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন
এবার থেকে কেন্দ্র সরকার ২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদযাপন করবে। এই বছরে সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী আছে এবং তা উদযাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে চান। এমনটাই ট্যুইট করে জানিয়েছেন তিনি। এই উচ্চপর্যায়ের কমিটির সদস্য হিসেবে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও এই কমিটিতে আছে বলিউডের দুই তারকা মিঠুন চক্রবর্তী এবং কাজল। এছাড়াও এই কমিটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রমুখরা আছেন। এই কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরো সঙ্গে রয়েছেন ৮৪ জন সদস্য।
এই কমিটি প্রধানমন্ত্রী হয়তো হঠাৎ করেই তৈরি করেছেন। কারণ সবার কাছে হয়তো লিখিত বা মৌলিক অনুমোদন নেয়া হয়নি। সেক্ষেত্রে সম্ভাবনা আছে কেন্দ্র সরকার ভেবে নিয়েছি সুভাষচন্দ্র বসুর মতো এক মহৎ লোকের জন্মবার্ষিকী উদযাপন করার কমিটিতে কেউ থাকবে না এমন হতে পারে না। বা এর আগে হয়তো কোন কেন্দ্রীয় প্রতিনিধি কমিটির সদস্যের সাথে যোগাযোগ করেছে। বাংলা থেকে এই কমিটিতে থাকছেন কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুনীল মণ্ডল ও শুভেন্দু অধিকারী। এছাড়াও আছেন বাংলা গেরুয়া শিবিরের বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ প্রমুখরা।