জরুরি অবস্থা গণতন্ত্রের জন্য একটা কালো সময়, জার্মানি সফরে মোদির মুখে নিন্দা ইন্দিরা গান্ধীর
জার্মান চ্যান্সেলরের আবেদনে জার্মানি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানেই তিনি G7 সম্মেলনে যোগদান করতে চলেছেন
জার্মানি সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। G7 সম্মেলনে যোগ দিতে দু'দিনের সফরে জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার মিউনিখে প্রবাসী ভারতীয়দের একটি মঞ্চে উপস্থিত হয়েছিলেন মোদি। কিন্তু সেখানেও ইন্দিরা জমানার জরুরি অবস্থার ব্যাপারে কথা বলতে শোনা গেল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে।
জরুরি অবস্থার ব্যাপারে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, 'আজ ২৬শে জুন। আজকের দিনেই ভারতের গণতন্ত্র, যা ভারতবাসীর ডিএনএ, তার গলা টিপে পদদলিত করে রাখার দিনের দুঃস্বপ্ন হিসেবে অনেকে মনে রেখেছেন। ভারতের গণতন্ত্রের বর্ণময় ইতিহাসে জরুরি অবস্থা একটা কালো দিন হিসেবে থেকে গিয়েছে। ভারতীয়রা আমাদের গণতন্ত্রের জন্য গর্ববোধ করি। আজ আমরা সেই গর্ব করে বলতে পারি, ভারত সত্যি গণতন্ত্রের জননী স্বরূপ।'
প্রধানমন্ত্রী মোদী আরো যোগ করলেন, "গত শতাব্দীতে জার্মানি এবং অন্যান্য কয়েকটি দেশ শিল্প বিপ্লবের সুফল পেয়েছিল। কিন্তু সেই সময় ভারত দাসত্ব করছিল বলে সুযোগ পায়নি। কিন্তু এখন ভারতকে আর দূরে সরিয়ে রাখা যাবে না। চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দেবে শুধুমাত্র ভারত।" প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কলসে এদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারই আবাহনে জার্মানি গিয়েছেন প্রধানমন্ত্রী। ২৬ ও ২৭ জুন G7 সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী এবং তারপর তিনি সরাসরি জার্মানি থেকে চলে যাবেন আরব আমিরশাহীতে দুবাইয়ের প্রাক্তন শাসক তথা প্রাক্তন প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জাঈদ অল নাহয়ানের স্মৃতিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে যোগ দিতে।