অধীরজি এবার বাড়াবাড়ি করে ফেলছেন, থামুন, লোকসভায় অধীরকে মোদি
তিনি অধীর রঞ্জন চৌধুরীকে হুংকার দিলেন, "থামুন, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তৃণমূলের থেকে বেশি প্রচার পেয়ে যাবেন!"
এবারে লোকসভায় আক্রমনাত্মক অধীর চৌধুরী কে থেমে যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অধীর রঞ্জন চৌধুরীকে হুংকার দিলেন, "থামুন, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তৃণমূলের থেকে বেশি প্রচার পেয়ে যাবেন!" তবে এদিন প্রধানমন্ত্রী মোদী বলেছেন, অধীর রঞ্জন চৌধুরী কিন্তু তার প্রিয় পাত্রের মধ্যে একজন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের পরিপ্রেক্ষিতে হওয়া বিতর্ক নিয়ে দীর্ঘ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যের শুরুতেই দলনেতা অধীর চৌধুরী বারবার উঠে দাঁড়িয়ে বাধা দিতে থাকেন লোকসভায়। তারপর একটা সময়ে মোদি অধীর রঞ্জন চৌধুরীকে থামিয়ে বলেন, "অধীর রঞ্জনজি, আপনাকে তো পছন্দ করি।কেনো এমন করছেন? এবারে বাড়াবাড়ি করে ফেলছেন। কেনো বাধা দিচ্ছেন সভার কাজে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ৩টি কৃষি আইন নিয়ে সাওয়াল করেন। পাশাপাশি তিনি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন। মোদি বললেন, "কৃষি আইন নিয়ে বাজে রাজনীতি করা হচ্ছে। কংগ্রেসের উচিত আগে ভালো করে কৃষি আইন নিয়ে বুঝে নিয়ে তারপর রাজনীতি করা।" এদিন মোদির ভাষণ এর মাঝখানে বারবার স্লোগান দিতে শুরু করেছিলেন কংগ্রেস সাংসদরা। একসময় হই হট্টগোলের মাঝে ভাষণ থামাতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী এ দিন প্রধানমন্ত্রীর মোদিকে কটাক্ষ করে বললেন, "এই আইনের ফলে কয়েকটি রাজ্য লাভবান হবে এবং বাকিগুলো হবে না। এমন আইন আনার দরকার টা কি?"