পরিবেশ রক্ষায় ভারত দৃষ্টান্ত গড়েছে", গর্বের সাথে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/06/2021   শেষ আপডেট: 05/06/2021 3:14 p.m.
নরেন্দ্র মোদী instagram.com/narendramodi

আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস

আজ শনিবার ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day)। সেই উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ সকালে একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেন। তিনি গর্বের সাথে ঘোষণা করে বলেছেন, "পরিবেশ রক্ষায় সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত গড়ে তুলতে সক্ষম হয়েছে ভারত। ভারত 'ইকোনমি' ও 'ইকোলজি' অর্থাৎ পরিবেশ বিজ্ঞান ও অর্থনীতিকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। পরিবেশ রক্ষার জন্য উন্নয়নের কাজকে আটকে রাখার প্রয়োজন পড়ে না তা গোটা বিশ্বের কাছে প্রমাণ করে নজির স্থাপন করেছে ভারত।"

এছাড়াও আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০২০ থেকে ২০২৫ এর মধ্যে ভারতে ইথানলের সংমিশ্রণ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট প্রকাশ করার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, "আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারত আরও একটা বড় পদক্ষেপ নিল। ইথানল সেক্টরের উন্নতির বিস্তারিত পথ নির্দেশিকা আজ প্রকাশ করা হবে। আজ থেকে ৭-৮ বছর আগে ইথানল নিয়ে দেশের তেমনভাবে চর্চা হত না। কিন্তু একবিংশ শতাব্দীর ভারতের কাছে ইথানল অন্যতম অগ্রগণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।"

এছাড়াও প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে আজকের অনুষ্ঠানে কথা বলেন। সেখানে পেট্রোলের সঙ্গে ইথানলের সংমিশ্রণ ও বায়োগ্যাস সংক্রান্ত আলোচনা হয়।