পাঞ্জাবে হয়েছিল প্রাণ সংশয়, তাই মোদির দীর্ঘায়ু কামনায় মধ্যপ্রদেশে পুজো দিলেন শিবরাজ
পাঞ্জাবের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়কে ঘিরে বিক্ষোভ প্রদর্শনের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তেতে উঠেছে রাজনৈতিক মহল
পাঞ্জাবে অবরোধের মুখে আটকে গিয়ে নিজের সফর বাতিল করার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঞ্জাবের সরকারি আধিকারিকদের সামনে তিনি বলেন, 'আপনাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেবেন, আমি ভাটিণ্ডা বিমানবন্দর পর্যন্ত বেঁচে ফিরতে পারলাম।' সূত্রের খবর, অবরোধে আটকে গিয়ে শেষ পর্যন্ত যখন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিজের সফর বাতিল করতে বাধ্য হলেন, সেই অবস্থায় দৃশ্যত তিনি অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। ইতিমধ্যে এ বিষয়টি নিয়ে জোর কদমে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিরোধিতা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। পাঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে গেরুয়া শিবির।
বিজেপি এই বিষয়টি নিয়ে রাজনৈতিক ময়দানে আসরে নামলেও, সম্পূর্ণ উল্টো পন্থা নিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের গুফা মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করে পুজোর আয়োজন করলেন শিবরাজ সিং চৌহান। সেই পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সব শীর্ষ নেতারা। সেই পূজার অনুষ্ঠানে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হবে প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য। জানা যাচ্ছে, ১০৮ জন পুরোহিত টানা তিনদিন ধরে এই মন্ত্র জপ করবেন। এছাড়াও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির একটি বিশাল কাট-অাউট বসানো হয়েছে মন্দির পরিসরে। একাধিক পূজা-অর্চনা নিয়ে মেতে উঠেছে মধ্যপ্রদেশ। শুধু এই একটি মন্দির নয়, আরো অন্যান্য মন্দিরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্থতা কামনা করে পুজোর আয়োজন করা হয়েছে। দিল্লির মন্দিরে চলছে পুজো অর্চনা।
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার পাঞ্জাবে সফর করতে গিয়ে ভাটিণ্ডা বিমানবন্দর থেকে হুসাইনওয়ালার দিকে রওনা দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির। সেখানে গিয়ে শহীদ স্মৃতি সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করে সেখানে একটা দীর্ঘ ভাষণ এবং জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু মাঝপথে হঠাৎ করে আবহাওয়া খারাপ থাকার জন্য প্রধানমন্ত্রীর হেলিকপ্টার সফর বাতিল হয়ে যায়। তার বদলে দু'ঘণ্টার দূরত্বের সড়ক পথ ধরে প্রধানমন্ত্রীর কনভয় রওনা দিতে শুরু করে। কিন্তু সেখানেও আরেক বিপত্তি। হুসাইনওয়ালার গন্তব্যস্থলের মাত্র ৩০ কিলোমিটার আগে একটি উড়ালপুল এর উপরে আচমকা কয়েকজন কৃষক অবরোধ শুরু করেন প্রধানমন্ত্রীর কনভয়কে ঘিরে। প্রায় একই জায়গায় কুড়ি মিনিট ধরে আটকে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তার কনভয় আবারো ফিরে যায় ভাটিণ্ডা বিমানবন্দরের দিকে। সেখানে ফিরে আধিকারিকদের সামনে নিজের ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পাশাপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে দায়ী করে একাধিক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদী, যা নিয়ে শুরু হয়েছে পাঞ্জাব সরকারের সমালোচনা।