দেশে পুরুষের থেকে বেড়ে গেল মহিলার সংখ্যা, প্রকাশ পেল এনএফএইচএস ৫ রিপোর্ট
দেশে প্রতি ১০০০ পুরুষে মহিলার সংখ্যা ১০২০ জন
সম্প্রতি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের একটি রিপোর্ট খবরের শিরোনামে এসেছে। ভারতে জনসংখ্যার নিরিখে এই প্রথম পুরুষদের সংখ্যা ছাপিয়ে গেল মহিলারা। দেশে প্রতি ১০০০ পুরুষে মহিলার সংখ্যা ১০২০। সম্প্রতি নীতি আয়োগের সদস্য স্বাস্থ্য অধিকর্তা ডক্টর বিনোদ কুমার পাল ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ৫ (এনএফএইচএস ৫) এর রিপোর্ট প্রকাশ করেন। এই সমীক্ষার প্রথম পর্বে ২২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এনএফএইচএস ৫ ফলাফল ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রকাশ করা হয়েছিল। তারপর দ্বিতীয় পর্যায়ে অরুণাচল প্রদেশ, চন্ডিগড়, ছত্রিশগড়, হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, দিল্লি, ওড়িশা, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডে হয়েছে।
এনএফএইচএস ৫ সমীক্ষায় দেশের ৭০৭ জেলায় প্রায় ৬.১ লাখ পরিবার অংশগ্রহণ করে। এই সার্ভেতে ভিন্ন ভিন্ন জেলা থেকে ৭২৪১১৫ জন মহিলা ও ১০১৮৩৯ জন পুরুষকে শামিল করা হয়। সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে দেশে প্রতি ১০০০ পুরুষে মহিলার সংখ্যা ১০২০। এই প্রসঙ্গে এক স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, "পুরুষ ও নারীর অনুপাত এবং জন্মের সময় পুরুষ ও নারীর অনুপাত যে ভালো হয়েছে, তাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ফলাফল প্রমাণ করছে যে দেশের নারীদের জন্য যেসব পদক্ষেপ নেয়া হচ্ছে তা সফল হচ্ছে। ভারত উন্নত দেশের তালিকায় এগিয়ে চলছে।"
প্রসঙ্গত উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী ১৯৯০ সালে ভারতে ১০০০ জন পুরুষপিছু মহিলার সংখ্যা ছিল ৯২৭ জন। ২০০৫-২০০৬ সালে এই সমীক্ষায় পুরুষ ও মহিলার সংখ্যা সমান ছিল। ২০১৫-২০১৬ সালে মহিলা এবং পুরুষের অনুপাত ছিল ৯৯৯:১০০০। তবে এবার চলতি বছরে এনএফএইচএস ৫ সমীক্ষায় প্রথম পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অনেক বেশি থাকল।