ভয়ানক প্রতিশোধ! ২৫০ কুকুরছানাকে হত্যা করল বাঁদরের দল, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/12/2021   শেষ আপডেট: 18/12/2021 10:56 p.m.
বাঁদর https://pixabay.com/

মহারাষ্ট্রের বিদ জেলার মজলাগাঁও এলাকায় এমন ঘটনা ঘটেছে

হত্যার বদলে হত্যা! এমন প্রতিশোধমূলক ঘটনার উদাহরণ পাওয়া যায় মানবজাতির ইতিহাস ঘাটলেই। তবে এবার মহারাষ্ট্রে প্রতিশোধেরই এক অবাক করা ঘটনা ঘটেছে যা সকলকে স্তম্ভিত করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বিদ জেলার মজলাগাঁও এলাকায়। আসলে একদল বাঁদর প্রতিশোধ নিচ্ছে কুকুরদের থেকে। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। ঘটনাটি গোটা দেশজুড়ে মারাত্মক ভাইরাল হচ্ছে। জানা গিয়েছে, ওই এলাকায় বাঁদরের দল কোনও কুকুরছানাকে দেখতে পেলেই তাকে ঘিরে ধরেছে এবং তারপর কোনো উঁচু জায়গা থেকে ছুড়ে ফেলেছে তাকে। ইতিমধ্যেই গত কয়েকমাসে মৃত্যু হয়েছে প্রায় ২৫০ কুকুরছানার। কিন্তু কেন এমন করছে বাঁদরের দল? কারণটাও রোমহর্ষক বটে।

মহারাষ্ট্রের বিদ জেলার মজলাগাঁও থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে রয়েছে লাভল নামের একটি এলাকা। সেখানে প্রায় ৫ হাজারের কাছাকাছি মানুষ বসবাস করে। তবে গত কয়েকমাস ধরে বাঁদর বাহিনীর নৃশংসতায় প্রাণ হারিয়েছে ২৫০ এর বেশি কুকুরছানা। বলা যেতে পারে ওই এলাকায় এখন আর একটিও কুকুরছানাও বেঁচে নেই হয়তো। সম্প্রতি এলাকার মানুষ এই রোমহর্ষক ঘটনার কথা বনদপ্তরকে জানিয়েছে। তবে খবর পেয়ে বারবার এলাকাতে গিয়ে বাঁদর বাহিনীকে সামাল দিতে গিয়ে তথৈবচ অবস্থা বনবিভাগের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁদর বাহিনীর এই নৃশংস হত্যার পিছনে রয়েছে একটি বড় কারণ, যার শুরু হয়েছিল কয়েকমাস আগে। একটি বাঁদরের ছানাকে হত্যা করেছিল ওই এলাকার কুকুরগুলি। তারপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একের পর এক কুকুর হত্যা করছে ওই বাঁদরের দল। সম্প্রতি স্থানীয় মানুষ কুকুরছানাদের বাঁচাতে চেষ্টা করলেও সফল হচ্ছেন না। এছাড়া এলাকার বাচ্চাদের উপর আক্রমণ চালাচ্ছে বাঁদরের দল। আপাতত খুনি বাঁদরের দলের তাণ্ডবে আতঙ্কিত গোটা এলাকাবাসী।