কেন্দ্রের দেওয়া ভেন্টিলেটর কি কাজে লাগাচ্ছে রাজ্য? দ্রুত অডিটের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ করোনা মোকাবিলা সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন
গোটা দেশজুড়ে বাড়বাড়ন্ত করোনা (Corona) পরিস্থিতির মাঝে দিশেহারা গোটা দেশবাসী। এই মুহূর্তে একটি রিভিউ বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি সেই উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক থেকে প্রশ্ন তুলেছেন যে কেন্দ্র সরকারের দেওয়া ভেন্টিলেটর কি আদৌ ঠিকমতো কাজে লাগাচ্ছে রাজ্যগুলি? এই প্রশ্ন তুলেই তিনি ভেন্টিলেটর রাজ্য ব্যবহার করছে নাকি তা জানার জন্য দ্রুত অডিট করতে নির্দেশ দিয়েছেন। আসলে প্রধানমন্ত্রী দপ্তরে (PMO) বেশ কিছুদিন ধরে খবর আসছিল যে রাজ্য সরকারগুলির গুদামে ভেন্টিলেটর থেকে থেকে নষ্ট হচ্ছে। পিএম কেয়ার এর টাকায় তৈরি চিকিৎসা সামগ্রী ঠিকমতো ব্যবহার হচ্ছে না। এছাড়া কেন্দ্রের তরফ থেকে পাঠানো যন্ত্র খুব তাড়াতাড়ি অকেজো হয়ে পড়েছে বলে অভিযোগ শোনা গেছে। হয়তো সেই অভিযোগের ভিত্তিতেই প্রধানমন্ত্রী আজ নির্দেশ দিয়েছেন যে দ্রুত সবকটি রাজ্যে ভেন্টিলেটর অডিট হবে।
আজকের উচ্চ পর্যায়ের বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হল যে প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে টিকাকরণের গতি বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছেন। এছাড়া ৪৫ ঊর্ধ্বের টিকাকরণ কত দূর এগোল সে সম্বন্ধেও খোঁজ নিয়েছেন। পাশাপাশি এই করোনা পরিস্থিতিতে লড়াইয়ের জন্য তিনি আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের আরো শক্তিশালী করতে বলেছেন। এছাড়া প্রত্যন্ত গ্রামে অক্সিজেন সরবরাহ সুনির্দিষ্ট করতে নতুন নীতি প্রণয়ন করতে নির্দেশ দিয়েছেন।