মোদি সরকার করোনা ভ্যাকসিনের অর্ডার দিল সেরাম ইনস্টিটিউটকে, কিনবে ১.১ কোটি ডোজ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/01/2021   শেষ আপডেট: 11/01/2021 8:20 p.m.
নরেন্দ্র মোদী twitter@narendramodi

সেরাম ইনস্টিটিউট প্রতি বোতল করোনা ভ্যাকসিনের দাম নেবে ২০০ টাকা

দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে আদর পুনাওয়ালার সংস্থা সেরাম ইনস্টিটিউটকে করোনা ভ্যাকসিনের অর্ডার দিল মোদি সরকার। আজ অর্থাৎ সোমবার নরেন্দ্র মোদি প্রত্যেকটি রাজ্যের ভ্যাকসিন প্রদানের রূপরেখা তৈরি করতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন। সেখান থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছে এবার সেরামের থেকে করণা ভ্যাকসিন কেনা হবে।অর্থাৎ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কোভিশিল্ড সেরামের থেকেই কিনছে কেন্দ্র। সেরামের করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের প্রত্যেক বোতলের দাম পড়বে ২০০ টাকা করে। এই খবর আগেই নিশ্চিত করে দিয়েছেন সেরাম ইনস্টিটিউটের মালিক পুনাওয়ালা।

ইতিমধ্যেই মৌখিকভাবে পুনের সেরাম ইনস্টিটিউটকে করোনা ভাইরাস ভ্যাকসিনের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। তবে সরকারের তরফ থেকে আজকের মধ্যেই কি পরিমাণ ভ্যাকসিন লাগবে তা নিয়ে লিখিত অর্ডার পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে যে কেন্দ্র ১.১ কোটি করোনা ভ্যাকসিন ডোজ কিনবে। সেরাম ইনস্টিটিউটের মালিক আদর পুনাওয়ালা জানিয়েছে, "আমাদের লক্ষ্য ন্যূনতম লাভ রেখে সরকারকে ভ্যাকসিন বিক্রি করা। তাই আমরা এক বোতলের দাম রেখেছি মাত্র ২০০ টাকা। এছাড়াও আমরা সরকারের পাশাপাশি সরাসরি ওষুধ দোকানে এই ভ্যাকসিন পাঠাতে পারি। সে ক্ষেত্রে ভ্যাকসিন কিনতে খরচ একটু বেশি পড়বে। কিন্তু এই ব্যাপারটি সম্পূর্ণ নির্ভর করছে সরকারের অনুমতির ওপর।" এছাড়া আজ ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন, "প্রথম পর্যায়ে যে ৩ কোটি কোভিড যোদ্ধাদের টিকাকরণ করা হবে তার সম্পূর্ণ খরচ বহন করবে কেন্দ্র। সেক্ষেত্রে রাজ্যের কোন খরচ নেই।"