এবার দিল্লিতে ছুটবে চালকবিহীন মেট্রো

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/12/2020   শেষ আপডেট: 28/12/2020 12:51 p.m.
Flickr (Sudhir Deshwal)

আজ ভিডিও কনফারেন্সে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের মধ্যে এই প্রথম অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার ফসল হিসেবে দিল্লিবাসীরা পেল স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবা। করোনা পরিস্থিতিতেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দৃষ্টান্তমূলক পরিবহন ব্যবস্থার শুভ উদ্বোধন করেন।

নয়াদিল্লির মাজেন্টা লাইনে এই পরিবহন ব্যবস্থা চালুর মাধ্যমে এক স্মার্ট ও আধুনিক জীবনের দিকে এগোচ্ছে ভারত, এমনটাই দাবি করেন প্রধানমন্ত্রী। নিজের ট্যুইটার হ্যান্ডেলেও লেখেন অটল বিহারী বাজপেয়ীর উদ্যোগে দেশে প্রথম মেট্রো রেল ব্যবস্থা চালু হয় এবং ২০১৪ তেও তাদের ক্ষমতায় আসা কালে মাত্র ৫টি শহরে এই ব্যবস্থা উপলব্ধ ছিল। বর্তমানে ১৮ টি শহরে মেট্রো বিদ্যমান এবং ২০২৫ সালের মধ্যে ২৫ টি শহরে পরিষেবা ছড়িয়ে যাবে বলেই আশা প্রধানমন্ত্রীর। দিল্লি মেট্রোর ক্ষেত্রে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের ব্যবহারও শুরু হয়েছে। সারা দেশ জুড়ে এই একটি কার্ডের ভিত্তিতেই বিভিন্ন যানের ভাড়া, টাকাপয়সার লেনদেন ও নানান বিল মেটানোও সম্ভব। সারা বিশ্বজুড়ে মাত্র ৭ শতাংশ এলিট মেট্রোর মধ্যে দিল্লির মেট্রোও স্থান পেল।