চিনকে চাপে রাখতে আগামী সপ্তাহেই ভারত সফরে মার্কিন বিদেশ সচিব ও প্রতিরক্ষা সচিব
চিন সীমান্তে ভারতকে সবরকম সাহায্য করার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলো আমেরিকা
চিন সীমান্তে ভারত চিন সংঘর্ষ বাঁধছে বারবার। আর প্রতিবারই ভারতের পাশে থাকার চেষ্টা করেছে আমেরিকা। চিন ভারত সংঘাতে আমেরিকা যে সম্পূর্ণভাবে ভারতের পক্ষে সেটা স্পষ্ট করে দিয়েছে ইতিমধ্যেই। আর সেই পাশে থাকাকে আরও মজবুত করতে আগামী সপ্তাহেই ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও এবং প্রতিরক্ষা সচিব মার্ক এম্পার।
মার্ক এম্পার নিজেই এই সফরের কথা ঘোষণা করে বললেন, "ভারতের আমাদের গুরুত্বপূর্ণ সঙ্গী। আমরা এই সম্পর্ক আরো দৃঢ় করতে চাই। চিন এবং রাশিয়া নিজেদের মধ্যে জোট করার চেষ্টা করছে। আমরা চাই তাদের মোকাবিলার জন্য জোট এখনই তৈরি হোক। এই বিষয়ে বৈঠকের জন্য আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছি আমি এবং মাইক পম্পেও।"
এমনিতেই আগামী মাসে ভারতের সাথে নৌ মহড়ায় অংশ নেওয়ার কথা জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার। সেই নিয়ে এমনিতেই চাপে আছে চিন। আর তার আগে আমেরিকার এই ভারত সফর যে চাপ আরও বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।