মুঘল সাম্রাজ্য "শ্রেষ্ঠ", নেটিজেনদের প্রতিবাদে MeitY ওয়েবসাইট থেকে মুছল তড়িঘড়ি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/08/2021   শেষ আপডেট: 24/08/2021 4:22 p.m.
twitter.com/goyalsanjeev

KnowIndia.gov.in সাইটে এমন তথ্য দেখা যাচ্ছিল

ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক (MeitY) তাদের ওয়েবসাইট KnowIndia.gov.in সাইটে মুঘল সাম্রাজ্য সম্বন্ধে জানাতে গিয়ে উল্লেখ করেছিল যে "মুঘল সাম্রাজ্য অন্যতম শ্রেষ্ঠ ছিল"। এমনটা দেখে পক্ষপাতিত্ব এবং নিন্দার ঝড় তোলেন অনেকেই। এমন তথ্য সরকারি ওয়েবসাইটে আসার পর নেটিজেনরা স্বাভাবিকভাবেই প্রতিবাদ জানায়। অনেকেই টুইটারে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রীকে টুইট করে।

উত্তরে মন্ত্রী জানিয়েছেন, "এই ওয়েবসাইট সরাসরিভাবে ভারত সরকার নিয়ন্ত্রণ করে না। টুইটারে নেটিজেনদের মুঘল সাম্রাজ্যের সম্বন্ধে বিবরণ দেখানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সংস্থা মুঘল সাম্রাজ্যের বিস্তৃত বিবরণ দিতে গিয়েই এমন কথা উল্লেখ করেছে।"

এই টুইট করার পরেই, আজ অর্থাৎ মঙ্গলবার সকালে ওই KnowIndia.gov.in ওয়েবসাইট থেকে মুঘল সাম্রাজ্যের বিবরণ দেওয়া কালচার এন্ড হেরিটেজ (Cultute and Heritage) অপশনটি মুছে দেওয়া হল। এটি গত সোমবার রাত্রি অব্দি দেখা গেলেও, এখন ওই অপশনের কোনো অস্তিত্ব নেই। যদিও ঠিক কী কারণে এই পদক্ষেপ, সে বিষয়ে এখনও MeitY-এর তরফে কোনও মন্তব্য করা হয়নি।