কামাখ্যা মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন পুজো

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/12/2021   শেষ আপডেট: 21/12/2021 4:03 p.m.
https://twitter.com/RatnadipC

বড়ঝাড় বিমানবন্দরে নেমেই কামাখ্যা মন্দিরে পৌঁছান তিনি

কলকাতা পুরনির্বাচনে (KMC election 2021) বিপুল ব্যবধানে জয় পাওয়ার দিনেই আকাশপথে গুয়াহাটির (Guahati) উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বড়ঝাড় বিমানবন্দরে নেমেই কামাখ্যা মন্দিরে (Kamakhya Temple) পৌঁছান তিনি। মন্দিরে পুজাও দিতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে।

এদিন মন্দির চত্বরে পৌঁছে প্রথমে অমৃত কুণ্ডে যান তৃণমূলনেত্রী। সেখানে মন্ত্রোচ্চারণে অর্চনা করে বিগ্রহের পূজা করেন তিনি। এরপর মূল মন্দিরে প্রবেশ করেন তিনি।

তাঁর এই সফরে গুয়াহাটির পাশাপাশি মেঘালয়েও (Meghalaya) যাওয়ার কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফিরে আগামী ২৩ তারিখ কলকাতা পুরসভার মেয়র নির্বাচনে অংশগ্রহন করবেন তিনি। আগামী ২৪ তারিখ, অর্থাৎ ক্রিসমাস ইভ’এ প্রতি বছরের মতো এবছরেও সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে (St. Paul's Cathedral Church) প্রার্থনায় অংশগ্রহন করতে দেখা যাবে তাঁকে।