মহারাষ্ট্রে উদ্ধার ৭ কেজি তেজস্ক্রিয় ইউরেনিয়াম, বাজারমূল্য প্রায় ২১ কোটি
মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখা ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে
স্বপ্ননগরী মুম্বাই থেকে হল তেজস্ক্রিয় ইউরেনিয়াম। আজ অর্থাৎ শুক্রবার মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখা দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে যাদের কাছে ৭ কেজি ১০০ গ্রাম তেজস্ক্রিয় ইউরেনিয়াম ছিল। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ইউরেনিয়ামের মূল্য হবে প্রায় ২১.৩০ কোটি টাকা। এটিএস গত ১৪ ফেব্রুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে ছিল এবং তদন্ত করতে করতে শেষ পর্যন্ত ইন্সপেক্টর সন্তোষ ভালেকার জিগার পান্ড্যকে গ্রেফতার করেছে। মৃত ব্যক্তি থানের বাসিন্দা। এই ধৃত ব্যক্তিকে ইউরেনিয়াম বিক্রি করেছিল আবু তাহির আফজাল হোসেন চৌধুরী নামক এক ব্যক্তি। জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকেও গ্রেপ্তার করে।
এটিএস এর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, "কি কারনে এই ইউরেনিয়াম কেনা হয়েছিল এবং তা কাকে বিক্রি করার চেষ্টা করা হচ্ছিল তা নিয়ে তদন্ত করা হবে। তবে উদ্ধার হওয়া ইউরেনিয়াম অত্যন্ত তেজস্ক্রিয় এবং মানবজাতির ক্ষেত্রে বিপদজনক হয়ে উঠতে পারে। এই গোষ্ঠীর মূল উদ্দেশ্য তদন্ত করে জানা হবে। কে কে এই চক্রের সাথে জড়িত তা খতিয়ে দেখা হবে।"