উদযাপিত হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী
উচ্চ পর্যায়ের কমিটি গড়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের
ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপিত হবে ২০২২–এর ২৩ জানুয়ারি৷ এই উপলক্ষে আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে শুরু করে এক বছর ধরে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করার আয়োজন করছে কেন্দ্রীয় সরকার৷ সোমবার ভারত সরকারের সংসৃক্তি মন্ত্রক সূত্রে খবর, এই উদ্দেশ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গড়বে কেন্দ্র, যার শীর্ষে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
প্রধানমন্ত্রীও এদিন টুইট করে জানান, ‘‘নেতাজি সুভাষ বোসের সাহসের কথা সবারই জানা৷ তিনি ছিলেন উঁচু মানের একজন পণ্ডিত, যোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিত্ব৷ আমরা তাঁর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি৷ সেজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে৷ আসুন, এই বিশেষ অনুষ্ঠানটি আমরা চমৎকার ভাবে উদযাপন করি’’৷
মন্ত্রক সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ, ইতিহাসবিদ, লেখক, নেতাজি–পরিবারের সদস্যরা সহ আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত প্রখ্যাত ব্যক্তিদের নিয়ে গড়া হবে এই কমিটি৷ দিল্লি, কলকাতা ও নেতাজির ব্রিটিশবিরোধী লড়াইয়ের সঙ্গে সংশ্লিষ্ট দেশ–বিদেশের নানা জায়গায় কমিটি নেতাজি জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সাহায্য করবে৷