সাড়ে ৩ বছর ধরে দুই নাবালিকাকে ধর্ষণ, অভিযোগের তীর কর্ণাটকের হিন্দু ধর্মগুরুর দিকে
ইতিমধ্যেই ওই ধর্মগুরুর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে কর্ণাটক সরকার
সাড়ে ৩ বছর ধরে বছর ১৫ ও ১৬ এর দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে এবারে বিপাকে কর্ণাটকের মাইসুরুর লিঙ্গায়েত ধর্মগুরু শিবমূর্তি। ইতিমধ্যেই শিবমূর্তি আটক হলেও সারা মাইসুরু শহর জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। পুরো মাইসুরূ শহরে সেই ধর্মগুরু ও পুলিশের বিরোধিতা করা হচ্ছে। কারণ, অভিযোগ উঠেছে, প্রথমে ওই ধর্মগুরুকে আটক করা হলেও পরবর্তীতে তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। বিক্ষোভে মুখে পড়ে এবারে কর্ণাটক পুলিশ লুক আউট নোটিশ জারি করেছে সেই ধর্মগুরুর বিরুদ্ধে।
মাইসুরুর চিত্রদুর্গা এলাকার লিঙ্গায়েত মঠের ধর্মগুরু শিবমূর্তি মুরুগা শরণারু এই ঘটনার প্রধান অভিযুক্ত। ওই মঠের স্কুলে পড়ত বছর ১৫ ও ১৬-র দুই কিশোরী। থাকতো মঠের হোস্টেলে। অভিযোগ উঠেছে প্রায় সাড়ে ৩ বছর ধরে ওই ধর্মগুরু ওই দুই কিশোরীর উপরে অত্যাচার চালায়। ২৪ জুলাই ওই দুই কিশোরী হোস্টেল ছেড়ে বেরিয়ে আসে। পরেরদিন ২৫ জুলাই কোটাপেট থানায় তারা অভিযোগ দায়ের করে। তার প্রায় মাসখানেক পরে ২৬ আগস্ট ওই ধর্মগুরুর বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করা হয়। এছাড়াও ওই হোস্টেলের ওয়ার্ডেন সহ পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
প্রাথমিকভাবে আটক করা হলেও পরবর্তীতে শিবমূর্তিকে ছেড়ে দেয় পুলিশ। এমনকি জানা যায় তিনি নাকি মঠেও ফিরে এসেছেন। একজন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি কিভাবে মঠে ফিরে আসতে পারেন? সেই নিয়ে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। কিশোরীদের মেডিকেল টেস্ট করানোর পরেও কেন ওই ধর্ম গুরুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো না, সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠতে শুরু করেছে। পালটা শিবমূর্তি নিজের মঠে এসে দাবি করেন, তার সমর্থকরা তার পাশে রয়েছেন। তিনি দাবি করেন, "আমার পাশে থেকে সকলেই সাহস জুগিয়েছেন। ভয় পাওয়ার কারণ নেই। আইনের প্রতি ভরসা রাখুন।’’
তবে চাপে পড়ে এবারে ওই ধর্মগুরুর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে কর্ণাটক সরকার। কর্ণাটকের পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, কাউকে না জানিয়ে দেশ ছাড়তে পারবেন না ওই ধর্ম গুরু। দেশের সবকটি জাহাজ ডক এবং বিমানবন্দরে এই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি এবারে ধরা পড়বেন ধর্মগুরু? বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।