একুশ বছরের আগে ধূমপান নিষিদ্ধ !
কী বিধান আনছে কেন্দ্র?
হ্যাঁ, ঠিকই পড়েছেন। আঠেরোতে ভোটার হলেও ধূমপায়ী হতে পারবেননা, এমনটাই নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র সিগারেটই নয়, যেকোনো তামাকজাত দ্রব্যের সেবন করতে গেলে বয়সসীমা আঠেরো থেকে বাড়িয়ে একুশ হতে চলেছে, যার আইন সংশোধনের খসড়াও প্রস্তুত হয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুন
Cigarettes and other Tobacco Products Amendment Act 2020 অনুযায়ী একুশের নিদানের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রিও নিষিদ্ধ হবে। এমনকি বিক্রির ক্ষেত্রেও সিলড প্যাকের বদলে লুজ বিক্রি করা যাবেনা এবং অন্যথায় প্রথমবার ১ লক্ষ টাকা জরিমানা বা ২ বছরের জেল হতে পারে। এবং একই অপরাধ দ্বিতীয়বার করলে পাঁচ লাখ টাকা জরিমানা বা পাঁচ বছরের জেল হতে পারে। আইন কার্যকর হওয়ার পর তা কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে, এমনটাই জনমত।