বদ্ধ জায়গায় ১০ জনের বেশি জমায়েত না, সংক্রমণ ঠেকাতে প্রস্তাব ল্যানসেট কোভিড ১৯ কমিশনের
এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক জমায়েত বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে
গোটা দেশজুড়ে করোনা ভাইরাস প্যানডেমিক ফের ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। নতুন মিউট্যান্ট স্ট্রেন ছড়াচ্ছে এবং মৃত্যুর সংখ্যা দিনে দিনে বাড়ছে। এমনকি গতকালের দৈনিক সংক্রমণ সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে দৈনিক করোনার সংক্রমণ ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। এই অবস্থায় সংক্রমনে রাশ টানতে ল্যানসেট কোভিড ১৯ কমিশনের ইন্ডিয়া টাস্ক ফোর্স ২ মাসের জন্য বদ্ধ জায়গায় সবরকম জমায়েত বন্ধ করার প্রস্তাব দিয়েছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, "আমরা চাইছি বদ্ধ জায়গায় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। আগামী ২ মাস যাতে কোন জায়গায় একসাথে ১০ জনের বেশি জমায়েতে না হয়। করোনা সংক্রমণ ঠেকানোর জন্য এটাই এখন একমাত্র উপায়।"
এছাড়াও এই কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন সব ধরনের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় জমায়েত বন্ধ করতে হবে। বিয়ে, সিনেমা হল ও খেলাধুলার মতো জায়গায় দ্রুত লোকসংখ্যা বেঁধে দিতে হবে। এটা খেয়াল রাখতে হবে যাতে কোথাও ৫০ জনের বেশি জমায়েত না হয়। এছাড়াও কোন অঞ্চলে বাইরে থেকে ফেরা ব্যক্তিদের ওপর কিছুদিন নজর রাখতে হবে। করোনা পরীক্ষার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। এছাড়াও দ্রুত সবার টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।