বিরোধীশূন্য লোকসভায় পাশ করিয়ে নেওয়া হল তিনটি শ্রম বিল

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 23/09/2020   শেষ আপডেট: 23/09/2020 9:19 p.m.
-

গণতন্ত্রের ওপর বিরাট আঘাত-- বলছেন দেশের মানুষ

লোকসভায় পাশ হয়ে গেল অত্যন্ত বিতর্কিত ও গুরুত্বপূর্ণ তিনটি শ্রম বিল। এমন একটা সময়ে এই ঘটনা ঘটল যখন বিরোধী দলের কোনও সাংসদই লোকসভায় উপস্থিত নেই। রাজ্যসভায় গণতন্ত্র পদদলিত হওয়ার প্রতিবাদে ও চাষিবিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবিতে তাঁরা সেইসময় লোকসভা বয়কট চালাচ্ছেন।

সরকারের এ হেন আচরণে নিন্দার ঝড় বইছে দেশ জুড়ে। প্রশ্ন উঠছে, যে বিজেপি নেতা-মন্ত্রীদের মুখে গণতন্ত্রের এত জয়গান শোনা যায়, লোকসভায় সেই তাঁরাই এ হেন অগণতান্ত্রিক আচরণ করতে পারলেন কী করে!

যে শ্রম বিলগুলি পাশ হল এ দিন, দেশের শ্রমিকদের জীবন-জীবিকার ওপর সেগুলির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, এই বিলে শ্রমিক ছাঁটাইয়ের অবাধ অধিকার মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে, ব্যবস্থা করা হয়েছে স্থায়ী চাকরি কমিয়ে দেওয়ার। কমানো হয়েছে কাজের জায়গায় শ্রমিকের সুরক্ষা ব্যবস্থাও। বিরোধীদের আলোচনা বা মতামতের তোয়াক্কা না করে যেভাবে এই গুরুত্বপূর্ণ বিলগুলি একতরফা পাশ করিয়ে নিল সরকারপক্ষ, অনেকের মতে গণতন্ত্রের ওপর তা এক বিরাট আঘাত।