সুখবর! কর্মী নিয়োগ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জানুন কি করে আবেদন করবেন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/05/2021   শেষ আপডেট: 04/05/2021 4:34 p.m.
ন্যাশনাল হাইওয়ে twitter.com/NHAI_Official

৪১ শূন্যপদে কর্মী নিয়োগ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ

বিভিন্ন বড় ডিগ্রী বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেও মনের মত চাকরি পাচ্ছেন না অনেকেই। আসলে এখন ভারতের বাজারে ভালো চাকরি পাওয়াটা খুবই দুস্কর হয়ে উঠেছে। তারমধ্যে করোনার প্রভাবে দুই বছর ধরে পাল্লা দিয়ে বেকারত্বের হার বেড়েছে। এখন সবাই হন্যে হয়ে একটু মনের মত ভাল চাকরি খোঁজাখুঁজি করছে। এরইমধ্যে সুখবর জানালো জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জানিয়েছে যে তারা কর্মী নিয়োগ করতে চলেছে। কিন্তু কি করে এই চাকরির জন্য আবেদন করা যাবে বা কবে আবেদন করার শেষ তারিখ বা আবেদন করতে কি যোগ্যতা লাগবে, তা জেনে নিতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।

পদ: ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল বিষয়

শূন্যপদ: ৪১

বয়সসীমা: ২৮ মে ২০২১ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ার।

বেতন: বেতন হবে ১৫৬০০ টাকা থেকে ৩৯১০০ টাকার মধ্যে।

কি করে আবেদন করতে হবে?

জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই চাকরির জন্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ nhai.gov.in ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। এই ফর্ম ফিলাপ ২৮ মে এরমধ্যে করা যাবে। তারপর সেখান থেকে পরীক্ষার জন্য তারিখ জানানো হবে। আবেদন করলে একটি রেজিস্ট্রেশন স্লিপ পাওয়া যাবে যা পরবর্তীকালে কাজে লাগবে।