প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বাসনায় ৮১৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে যাত্রা কাশ্মীরী যুবকের
"আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত" ফাহিম নাজির শাহ
স্বপ্ন তাঁর দেশের প্রধানমন্ত্রীর (Prime Minister) সঙ্গে সাক্ষাৎ। কিন্তু তিনি তো কোনও সেলিব্রেটি নন, দেশের আমজনতা। তাই বেছে নিয়েছেন ভিন্ন পথ। প্রায় ৮১৫ কিলোমিটার পথ কেবল পায়ে হেঁটে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। এইভাবেই অভিনব উপায়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান কাশ্মীরের ফাহিম নাজির শাহ (Fahim Nazir Shah), বছর আঠাশ। তিনি জানিয়েছেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত"। স্রেফ পায়ে হেঁটেই প্রায় ৮১৫ কিলোমিটারের দীর্ঘ পথ অতিক্রম করে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। ইতিমধ্যেই প্রায় ২০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে শ্রীনগরের উধমপুরে এসে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এইভাবেই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দেশের জন্য অনেক কাজ করেছেন। অনেক কাজ ফাহিমের মনে সাড়া ফেলেছে। তাই গত কয়েক বছরে ফাহিম প্রধানমন্ত্রীকে বিভিন্ন স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করেন।
জানা গিয়েছে, পেশায় ইলেট্রিশিয়ন বছর ২৮-এর এই যুবক নরেন্দ্র মোদীর বিগ ফ্যান। এর আগে যখন প্রধানমন্ত্রী যখন কাশ্মীর গিয়েছিলেন, সেই সময় দেখা করার বহু চেষ্টা করেছিলেন ফাহিম। কিন্তু নিরাপত্তার খাতিরে সেই বার তিনি কাছাকাছি পৌঁছেও সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবে এবার আর এই সুযোগ ব্যর্থ হতে দেবেন না তিনি। তাই এমন অভিনব পন্থা বেছে নিয়েছেন। তিনি জানিয়েছেন, একবার প্রধানমন্ত্রীর আলোচনা চলাকালীন আজানের কারণে সাময়িক আলোচনা বন্ধ করে দেন। এই ঘটনা ফাহিমের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তাছাড়া প্রধানমন্ত্রীর বেশ কিছু কাজে তিনি বারবার অনুপ্রাণিত হয়েছেন। সর্বোপরি জম্মু-কাশ্মীরের সার্বিক বিকাশে প্রধানমন্ত্রীর উদ্যোগে তিনি যারপরনাই খুশি। তাই ফাহিমের এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।
এর আগে দেশের বহু সেলিব্রেটির সঙ্গে এমন সাক্ষাতের খবর এসেছে, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে এমন সাক্ষাতের ঘটনা অভিনব বলে অনেকেই মনে করছেন। কাশ্মীরের এই যুবক বিষয়টি নিয়ে যথেষ্ট উৎসাহিত। তিনি মনে করছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তাঁর জীবনের একটি বড় উদ্দেশ্য। তাই এমন অভিনব পথ বেছে নিয়েছেন। তবে এখন দেখার বিষয় কাশ্মীরের এই যুবকের স্বপ্ন সফল হয় কী না!