কঙ্গনার গাড়ি আটকে আক্রমণ কৃষকদের! গাড়ির ভিতরে দিশেহারা অভিনেত্রী
যারা আক্রমণ করেছেন, তারা নাকি নিজেদের কৃষক বলে দাবি করছেন
বলিউড থেকে হলিউড কিংবা রাজনৈতিক ময়দান, সবেতেই ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ হিসেবেই পরিচিত কঙ্গনা (Kangana Ranaut)। বহুবার টুইটার (Twitter) কর্তৃপক্ষের তরফেও কঙ্গনার টুইট মুছে দেওয়া হলেও, থামার পাত্রী নন তিনি। বারংবারই টুইটারে অন্যদের বিরুদ্ধে কলম ধরেন অভিনেত্রী। সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলেও কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়, একাধিক দেশেই কঙ্গনার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলাও।
এরই মধ্যে নয়া সমস্যা। বেজায় চটে গেলেন অভিনেত্রী কঙ্গনা। অভিযোগ, তাঁর গাড়িতে আক্রমণ করা হয়েছে (Kangana Ranaut's car attacked)! আর যারা আক্রমণ করেছেন, তারা নাকি নিজেদের কৃষক বলে দাবি করছেন।
ঠিক কী হয়েছে? এদিন হঠাৎই কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে বলেন, "যেই আমি পাঞ্জাবে ঢুকলাম, একদল লোক আমাকে ঘিরে ফেলে। আমার গাড়িতে আক্রমণ করে। ওনারা সকলেই কৃষক।" উল্লেখ্য, গত দু'দিন আগেই কঙ্গনা এফআইআর দায়ের করে বলেন, কৃষকদের বিক্ষোভকে খলিস্তানি আন্দোলন আখ্যা দেওয়ার জন্য তিনি নাকি খুনের হুমকি পাচ্ছেন।
এদিকে তিন দিন আগে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়ে আইনজীবী চরণজিৎ সিং চান্দেরপাল দাবি করেন, অভিনেত্রী কঙ্গনা রানাউতের সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্টে নজরদারি চালানো হোক। যাতে ভবিষ্যতে দেশের আইনশৃঙ্খলা বজায় থাকে। এই দাবিতেই আবেদন করেন তিনি।