'কল্যাণী এম ৪' আত্মনিরাপত্তার সুরক্ষা বলয়ে ভারতীয় জওয়ানরা
কী এই 'কল্যাণী এম ৪' ? জানুন বিস্তারিত
চলতি বছরেই আন্তর্জাতিক প্রতিরক্ষা এক্সপো বা আইডেক্স ২০২১ (IDEX 2021)-এর অনুষ্ঠানে 'কল্যাণী এম ৪' এর চুক্তি স্বাক্ষর হয় করে প্যারামাউন্ট গোষ্ঠী। এরপরেই আত্মনির্ভরতার পথে একধাপ এগিয়ে ভারত, যার রূপ 'কল্যাণী এম ৪'।
কী এই 'কল্যাণী এম ৪' ? এটি একটি সামরিক যান। যা ল্যান্ডমাইন বিস্ফোরণেও ক্ষতিগ্রস্ত হবে না। এমনকি ৫০ কেজি টিএনটি বিস্ফোরক থেকেও সুরক্ষা দিতে পারে 'কল্যাণী এম ৪'। রুক্ষ ভূখণ্ডে এবং কোনো ফাঁদ পাতা অঞ্চল থেকেও দ্রুতগতিতে চলতে সক্ষম বিশেষ পদ্ধতির এই সামরিক যান।
আর কী কী সুবিধা মিলবে 'কল্যাণী এম ৪'-এ? ১. এই যানে সর্বোচ্চ আট জন সৈনিক বসতে পারেন।
-
আগুনের কড়া তাপ এবং মেশিন গানের আগুন সহ্য করা ক্ষমতা আছে এই যানের।
-
প্রতি ঘন্টায় ১৪০ কিলোমিটার গতিবেগ।
-
এটি একটি সুসজ্জিত যান, যা সৈন্যদের কর্মক্ষমতা এবং সুরক্ষার উপর জোর দেয়।
-
এই যানের আয়নাগুলি এত শক্তিশালী, যে তা স্নিপার এবং অ্যান্টি-মেটাল রাইফেলের আগুন সহ্য করতে পারে।
-
এটিতে ছয়টি সিলিন্ডার ও ডিজেল ইঞ্জিনের ব্যবস্থা রয়েছে।
-
২০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি তাপমাত্রায় অবিচ্ছিন্নভাবে পরিচালনা করতে পারে।
-
এটিতে ১৬ কিলোওয়াট শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে।
ভারত ফোর্জ লিমিটেড সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অমিত কল্যাণী জানিয়েছেন, দুটি শীর্ষস্থানীয় সংস্থার সামরিক উৎপাদন ও প্রযুক্তি সংস্থা এই ক্ষেত্রে একত্রিত হয়েছে। এই সংস্থাদুটির একদিকে যেমন কর্মধারার মিল রয়েছে তেমনই একে অপরের পরিপূরক হয়ে ওঠার ক্ষমতা রয়েছে।
অন্যদিকে, প্যারামাউন্ট গোষ্ঠীর চেয়ারম্যান আইভর ইচিকোভিটস বলেছেন, তাঁদের সংস্থার বিকশিত সমস্ত প্রযুক্তিই 'পোর্টেবল উৎপাদন'-এর কথা মাথায় রেখে করা হয়েছে। যৌথ উদ্যোগে তৈরি কল্যাণী এম ৪, বিশ্বের যে কোনও দেশের সমসাময়িক প্রতিরক্ষা এবং সামরিক প্রযুক্তির সক্ষমতাকে বৃদ্ধি করবে।