সুতির শাড়িতে ফ্যাশন ম্যাগাজিন Vogue-এর কভারে কেরলের স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী
VOGUE-এর টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ও কভারেও রয়েছে কে কে শৈলজার ছবি
সারা বিশ্বে জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন Vogue এর কভারে উঠে এলেন কেরলের স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী কে কে শৈলজা। ফ্যাশন দুনিয়ার এই ম্যাগাজিন গ্ল্যামার ব্যতিরেকে মানবিকতার দিকে ঝোঁক দিয়েছে ইদানিংকালে। ১২৭ বছরের পুরোনো এই ম্যাগাজিন চেষ্টা চালাচ্ছে নিরলস পরিশ্রম করতে থাকা মানুষের গল্প তুলে ধরতে। সেই প্রেক্ষিতেই তাদের নভেম্বর এডিশনের কভারে উঠে এলেন শৈলজা।
“লিডার অফ দ্যা ইয়ার” আখ্যা দেওয়া হয়েছে ওঁকে। ওঁকে সম্মান জানাতে এই মুহূর্তে Vogue-India-র টুইটার হ্যান্ডেলের কভার এবং প্রোফাইলেও ওঁর ছবি।
এর আগে করোনা মোকাবিলায় কে কে শৈলজা নেতৃত্বাধীন ‘কেরল মডেল’ রাষ্ট্রসঙ্ঘ থেকে স্বীকৃতি পেয়েছে। ব্রিটিশ ম্যাগাজিন প্রসপেক্ট তাদের টপ থিঙ্কার-এর তালিকায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর থেকেও আগে রেখেছে শৈলজা-কে। Vogue-এর স্বীকৃতি ওঁর স্বীকৃতির তালিকায় নতুন সংযোজন।